শুভমান গিলের জার্সি নিলামে সর্বোচ্চ দাম, রেকর্ড ভাঙল লর্ডস টেস্টের স্মৃতি

শুভমান গিলের জার্সি নিলামে সর্বোচ্চ দাম, রেকর্ড ভাঙল লর্ডস টেস্টের স্মৃতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যবহৃত টি-শার্টটি নিলামে বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে। ‘রেড ফর রুথ’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের আয়োজিত নিলামে গিলের লর্ডসে তৃতীয় টেস্টের জার্সিটি ৫.৪১ লক্ষ টাকায় বিক্রি হয়ে পুরনো সব রেকর্ড ভেঙে দেয়। এই সিরিজের অন্যান্য ক্রিকেটারদের ব্যবহৃত জার্সি, ক্যাপ, ব্যাট ও টিকিটও নিলামে তোলা হয়েছিল।

গিলের জার্সির পর দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পায় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার টি-শার্ট, যেগুলোর দাম ছিল ৪.৮৪ লক্ষ টাকা। এছাড়া কেএল রাহুলের টি-শার্ট বিক্রি হয় ৪.৭০ লক্ষ টাকায়, আর ইংল্যান্ড অধিনায়ক জো রুটের জার্সির দর পড়ে ৪.৪৭ লক্ষ টাকা। ইংল্যান্ডের আরেক অধিনায়ক বেন স্টোকসের জার্সি কেনা হয়েছে চার লক্ষ টাকায়। ক্যাপের মধ্যে সর্বোচ্চ দাম পায় জো রুটের স্বাক্ষরিত ক্যাপ, যা ৩.৫২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থের ক্যাপের মূল্য ছিল ১.৭৬ লক্ষ টাকা।

প্রতি বছর লর্ডসে একটি টেস্ট ম্যাচের দিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের স্মরণে ‘রেড ফর রুথ’ নামে একটি চ্যারিটি ফাউন্ডেশনের জন্য বিশেষ অনুষ্ঠান করা হয়। স্ট্রসের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে এই দিনটি তাঁর স্মৃতিতে পালিত হয়। খেলোয়াড়, সম্প্রচারক এবং দর্শকরা লাল পোশাকে অংশ নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামে সমর্থন জানান। গত ছয় বছরে এই ফাউন্ডেশন ক্যান্সার আক্রান্ত ৩৫০০ পরিবারকে সহায়তা করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top