কালো ব্রালেটে ঝড় তুলে দিলেন শুভশ্রী

কালো ব্রালেটে ঝড় তুলে দিলেন শুভশ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শুভশ্রী

কালো ব্রালেটে ঝড় তুলে দিলেন শুভশ্রী। পুজোর আগে ছুটির মেজাজে ধরা দিয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। ছোট্ট যুবানের একবছরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করে ভিন দেশে পাড়ি দিয়েছেন তারকা দম্পতি। এবার অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শুভশ্রী। কালো ব্রালেটে শুভশ্রীর ছবি  অনুরাগীদের নজর কেড়েছে।

 

সমুদ্রের পাড়ে বিলাসবহুল রিসোর্টের দরজার ধারে আলো আঁধারে, কখনও বা সুইমিংপুলে জলকেলি, শুভশ্রী যেন এক ছবিতেই নেট মাধ্যমের পারদ চড়িয়ে দিচ্ছেন। পরনে ব্রালেট। সঙ্গে মানানসই গয়না। হাতে পরেছেন ডিওরের লাভ ব্রেসলেট। কখনও একা নিজের, কখনও আবার রাজের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

 

আর ও  পড়ুন     শাহরুখ খানের বাড়ি মন্নতেও তল্লাশি চালাতে পারে এনসিবি

 

শুভশ্রীর একার ছবির নীচে শ্রাবন্তী আগুনের ইমোজি দিয়ে বুঝিয়ে দিলেন, এমন মেঘলা দিনেও তিনি উষ্ণতা ছড়াচ্ছেন। অন্যদিকে সায়ন্তিকা মন্তব্য করেছেন, ‘হটনেস!’ গায়িকা আকৃতি কক্করও প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ছবিতে। পাশাপাশি রাজের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

 

সুইমিংপুলে রাজের সঙ্গে একান্তে কাটানো মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। তাও আলাদাভাবে নজর কেড়ে অনুরাগীদের। অন্যদিকে ছোট্ট যুবানের প্রথম বিদেশ ভ্রমণের ছবিতে ভরে যাচ্ছে রাজের ইনস্টাগ্রাম। কখনও সমুদ্র পাড়ে শুভশ্রীর সঙ্গে, কখনও রিসোর্টের বাগানে নিজের মতে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন রাজ।

 

উল্লেখ্য,  পুজোর আগে ছুটির মেজাজে ধরা দিয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। ছোট্ট যুবানের একবছরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করে ভিন দেশে পাড়ি দিয়েছেন তারকা দম্পতি। এবার অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শুভশ্রী।

 

কালো ব্রালেটে শুভশ্রীর ছবি  অনুরাগীদের নজর কেড়েছে। সমুদ্রের পাড়ে বিলাসবহুল রিসোর্টের দরজার ধারে আলো আঁধারে, কখনও বা সুইমিংপুলে জলকেলি, শুভশ্রী যেন এক ছবিতেই নেট মাধ্যমের পারদ চড়িয়ে দিচ্ছেন। পরনে ব্রালেট। সঙ্গে মানানসই গয়না। হাতে পরেছেন ডিওরের লাভ ব্রেসলেট। কখনও একা নিজের, কখনও আবার রাজের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top