নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলিতে দীর্ঘদিন ধরে তৃণমূলের সন্ত্রাসের কারনে সাধারণ মানুষ নাজেহাল এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্ব।তাঁরই মাঝে ফের বুধবার শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে বিজেপির সক্রিয় কর্মী তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী বুদ্ধদেব মান্না নামের ভাজাচাউলি গ্রামের বাসিন্দা।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকে শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেই সভার উদ্দেশ্যে আসার সময় বিজেপি কর্মী বুদ্ধদেব মান্নার ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় দলীয় কর্মী সমর্থকরা। তাঁরই প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মারিশদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন তিনি বলেন এদের পায়ের তলার মাটি সরে গেছে বলে কেমন কাণ্ড ঘটাচ্ছে, আমরা পুলিশ-প্রশাসনের কে বলেছি আপনারা এখন রাজ্যের অধীনস্থ নির্বাচন কমিশনের অধীনস্থ আমরা বলছি না বিজেপির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে আমরা চাইছি নিরপেক্ষতা বজায় থাকুক, পাশাপাশি বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।