একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরে গেলে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হবে বলেছে মদন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, কে বলেছে? প্রতিষ্ঠিত মাতাল? নন্দীগ্রাম ভোটের আগে বলেছিল হাত থেকে কি খুলে দেবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যায়। খুলেছে?
জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবিতে সৌমিত্র মিত্র খা এর বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এটা ওর ব্যক্তিগত মত। কিন্তু বঞ্চনার ইস্যুকে আমি সমর্থন করি। দক্ষিণ কলকাতার কালীঘাটের সব লোক মন্ত্রী হবে কেন? সব দফতর ওদের কাছে থাকবে কেন ? মমতা ব্যানার্জি একা কেন দশটা দপ্তরের মন্ত্রী হবে? পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল উত্তরবঙ্গ ভেসে এসেছে নাকি? সমস্ত দাবি, বঞ্চনা, অভিমান সৌমিত্রর প্রত্যেকটা কথাকে সমর্থন করি। কিন্তু রাজ্য ভাগের ইস্যুতে আমার কোন মন্তব্য নেই। কারণ এটা ওর ব্যক্তিগত মত।
আরও পড়ুন – আজ আপনার খবারের টেবিল সেজে উঠুক আরবীয় খাবার ‘খেবসা’ দিয়ে
জিটিএ নির্বাচন প্রসঙ্গে বলেন, আমাদের রাজু বিস্তা যে কথা বলেছেন তাতে আমি সম্পূর্ণ একমত। জিটিএর সঙ্গে গোর্খাদের কোন সম্পর্ক নেই। কোন প্রকৃত গোর্খাদের পাহাড় কে ভালোবাসা কোনও দল জিটিএ তে লড়বে না। ভোট দিতেও যাবে না। আমি মনে করি ২০১৩ সাল থেকে তৈরি হওয়া জিটিএ বেআইনি টাকা মারার একটা জায়গা। তৃণমূল এবং তৃণমূলের সাজানো কিছু পাহাড়ের লোকের ভাগবাটোয়ারার জায়গা।
উল্লেখ্য, একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরে গেলে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হবে বলেছে মদন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, কে বলেছে? প্রতিষ্ঠিত মাতাল? নন্দীগ্রাম ভোটের আগে বলেছিল হাত থেকে কি খুলে দেবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যায়। খুলেছে?
জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবিতে সৌমিত্র মিত্র খা এর বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এটা ওর ব্যক্তিগত মত। কিন্তু বঞ্চনার ইস্যুকে আমি সমর্থন করি। দক্ষিণ কলকাতার কালীঘাটের সব লোক মন্ত্রী হবে কেন? সব দফতর ওদের কাছে থাকবে কেন ? মমতা ব্যানার্জি একা কেন দশটা দপ্তরের মন্ত্রী হবে? পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল উত্তরবঙ্গ ভেসে এসেছে নাকি? সমস্ত দাবি, বঞ্চনা, অভিমান সৌমিত্রর প্রত্যেকটা কথাকে সমর্থন করি। কিন্তু রাজ্য ভাগের ইস্যুতে আমার কোন মন্তব্য নেই। কারণ এটা ওর ব্যক্তিগত মত।