বিনোদন – অবশেষে নানা জট কেটে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ১৩ বছর পরে ‘দেশু’ জুটিকে পর্দায় ফের দেখার উন্মাদনা দর্শকদের মধ্যে চরমে। মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ছবিটি ছক্কা হাঁকাল।
মুক্তির দিনেই ২৫০-এর বেশি শো হাউজফুল ছিল ‘ধূমকেতু’-র। ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২.১০ কোটি টাকা। নির্মাতাদের দাবি, এটি কোনো বাংলা ছবির ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয়। এ খবরের পর দেব-শুভশ্রী উচ্ছ্বসিত।
পরপর ছুটির দিনগুলোও ছবির জন্য উপরি সুবিধা আনবে। শুক্রবার স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট জন্মাষ্টমী এবং এরপর শনিবার-রবিবার—এই তিন ছুটির দিনে শো হাউজফুলের সম্ভাবনা অনেক বেশি। টিকিটের চাহিদা তুঙ্গে, এবং দর্শকরা আরও কত আয় করবে তা দেখার অপেক্ষা।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’-এ প্রথমবার দেব-শুভশ্রীকে জুটিতে দেখা গিয়েছিল, যা বিপুল সফল হয়েছিল। এর পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-র মতো ছবিতে তারা জুটি বেঁধেই অভিনয় করেছেন। এবার দেখার ‘ধূমকেতু’-র বক্স অফিস সাফল্য কতদূর পৌঁছায়।
