“শেখ ইয়াসিনের যোগদান, তৃণমূল অনুমোদন করে না”- কুনাল ঘোষ

“শেখ ইয়াসিনের যোগদান, তৃণমূল অনুমোদন করে না”- কুনাল ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

“শেখ ইয়াসিনের যোগদান, তৃণমূল অনুমোদন করে না”- জানালেন তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ। “মালদহের শেখ ইয়াসিনের দলে যোগদান সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস অনুমোদন করে না।”ঠিক এমনটাই জানালেন তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ। এ প্রসঙ্গে তাঁর যুক্তি,তৃণমূলে যোগদান প্রক্রিয়া একটা নির্দিষ্ট পদ্বতি মেনে হয়। কারও বাড়িতে গিয়ে ওই ভাবে যোগ দান হয় না।তাই শেখ ইয়াসিনের যোগদানের খবর দলের কাছে নেই।

 

তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন,মালদহের শেখ ইয়াসিনের যোগ দান দল অনুমোদন করে না।আমাদের কাছে তার যোগদানের কোনো খবর নেই। কারও বাড়িতে গিয়ে যোগদান হয় না। মালদহ জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন,রাজ্য নেতৃত্বে সঙ্গে কথা হয়েছে।জেলা জুড়ে মিথ্যা ও ভুয়ো অপপ্রচার চালাচ্ছে হচ্ছে।দলে তিনি নেই।

 

উল্লেখ্য,শেখ ইয়াসিন একসময় তৃণমূলে ছিল।গত বিধানসভা ভোটের আগে সে বিজেপিতে যোগ দান করে। তৃণমূল ও তাকে দল থেকে বের করে দেয়।এরপর বিধানসভা ভোট বিজেপির হয়ে ভোট করিয়েছিল।দলের ব্যাপক ক্ষতি করেছিল।কিন্ত মানুষের সমর্থন তারা পায়নি। জেলাতে ব্যাপক ফল করে তৃনমূল।সামনেই পঞ্চায়েত ভোট।একাংশের মতে,তৃনমূল এখন ভালো জায়গায় দাঁড়িয়ে আছে।

 

সেজন্য দিন কয়েক আগে শেখ ইয়াসিন কলকাতায় এক নেতার সঙ্গে দেখা করেন।তার হাতে তৃনমূল পতাকা দেখা যায়। এরপর তিনি দাবি করেন সে পুরনো দলেই ফিরে ফিরেছেন।কিন্ত জেলা তৃনমূল নেতৃত্ব প্রথম থেকেই দাবি করে সব ভুয়ো।তাকে দলে ফেরানো হয়নি।এদিন কুনালের মন্তব্যে জেলা নেতৃত্বের কথায় শীল মোহর পড়ল।

আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ

উল্লেখ্য, “মালদহের শেখ ইয়াসি নের দলে যোগদান সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস অনুমোদন করে না।”ঠিক এমনটাই জানালেন তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ। এ প্রসঙ্গে তাঁর যুক্তি,তৃণমূলে যোগদান প্রক্রিয়া একটা নির্দিষ্ট পদ্বতি মেনে হয়। কারও বাড়িতে গিয়ে ওই ভাবে যোগ দান হয় না।তাই শেখ ইয়াসিনের যোগদানের খবর দলের কাছে নেই। তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন,মালদহের শেখ ইয়াসিনের যোগ দান দল অনুমোদন করে না।আমাদের কাছে তার যোগদানের কোনো খবর নেই। কারও বাড়িতে গিয়ে যোগদান হয় না।

 

মালদহ জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন,রাজ্য নেতৃত্বে সঙ্গে কথা হয়েছে।জেলা জুড়ে মিথ্যা ও ভুয়ো অপপ্রচার চালাচ্ছে হচ্ছে।দলে তিনি নেই। উল্লেখ্য,শেখ ইয়াসিন একসময় তৃণমূলে ছিল।গত বিধানসভা ভোটের আগে সে বিজেপিতে যোগ দান করে। তৃণমূল ও তাকে দল থেকে বের করে দেয়।এরপর বিধানসভা ভোট বিজেপির হয়ে ভোট করিয়েছিল।দলের ব্যাপক ক্ষতি করেছিল।

 

কিন্ত মানুষের সমর্থন তারা পায়নি। জেলাতে ব্যাপক ফল করে তৃনমূল।সামনেই পঞ্চায়েত ভোট।একাংশের মতে,তৃনমূল এখন ভালো জায়গায় দাঁড়িয়ে আছে।সেজন্য দিন কয়েক আগে শেখ ইয়াসিন কলকাতায় এক নেতার সঙ্গে দেখা করেন।তার হাতে তৃনমূল পতাকা দেখা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top