মহাকাশে কোনও অভিযাত্রীর মৃত্যু হলে মহাকাশে তাঁর শেষকৃত্য কীভাবে হয়?

মহাকাশে কোনও অভিযাত্রীর মৃত্যু হলে মহাকাশে তাঁর শেষকৃত্য কীভাবে হয়?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শেষকৃত্য

মহাকাশে কোনও অভিযাত্রীর মৃত্যু হলে মহাকাশে তাঁর শেষকৃত্য কীভাবে হয়?  মহাকাশে অভিযাত্রীর মৃত্যু হলে তাঁর শেষকৃত্য কীভাবে হয়? সম্প্রতি এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ঘটনা হল, পৃথিবীতে কেউ মারা গেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ফেলা হয় তাড়াতাড়ি। আর তা না হলে মরদেহে পচন ধরে যেতে পারে। কোনও কারণে মরদেহ রেখে দিতে হলে তা সংরক্ষিত করে রাখা হয়। তবে মহাকাশে শব সংরক্ষণের কোনও ব্যবস্থা থাকে না। আর অভিযান শেষে তাঁর মরদেহ রেখে দেওয়ার মতো অপেক্ষা করার ব্যবস্থাও থাকে না।

 

তো কী করা হয়? এমন পরিস্থিতিতে মরদেহ এয়ারলক করে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। আর মরদেহ মহাকাশের ঠান্ডায় আইস মমি হয়ে যায়।  নাসা যখন অ্যাপোলো মিশনের সময় স্পেস সুটের টেস্ট করছিল তখন এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা যায়, মহাকাশে প্রবল চাপের জন্য মরদেহে বিস্ফোরণও ঘটতে পরে। মহাকাশে যদি কোনও মরদেহ কোনও জিনিস যেমন অ্য়াস্টোরয়েডে ধাক্কা খেয়ে নষ্ট না হয়, তা হলে তা অনন্তকালের জন্য ভেসে বেড়াতে থাকবে।

 

আর ও পড়ুন  কলকাতায় বিজেপির সংগঠনের বেহাল অবস্থা ফুটে উঠলো বৃহস্পতিবার

 

এমন সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তেমন না হলে কোনও মরদেহ লক্ষ- লক্ষ বছর ধরে থেকে যেতে পারে। মহাকাশচারী জানিয়েছেন, মহাকাশ অভিযানে গিয়ে কোনও মরদেহ ফিরিয়ে আনার জন্য কয়েক মাস লেগে যাতে পারে। আর তাই মহাকাশ অভিযান যাওয়ার সময় কারও মৃত্যু হলে তার ব্যবস্থা করতে বেশ কিছু পদ্ধতি নেওয়া হয়।

 

তার মধ্যে একটি হল সেটি মহাকাশে ভাসিয়ে দেওয়া। এর পাশাপাশি রয়েছে মঙ্গল গ্রহে সমাহিত করা। তবে মঙ্গলের পৃষ্ঠ রক্ষা করার জন্য আগে মরদেহকে পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু এই কাজ অত্যন্ত জটিল। তা নিয়ে গবেষণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, মহাকাশে অভিযাত্রীর মৃত্যু হলে তাঁর শেষকৃত্য কীভাবে হয়? সম্প্রতি এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ঘটনা হল, পৃথিবীতে কেউ মারা গেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ফেলা হয় তাড়াতাড়ি। আর তা না হলে মরদেহে পচন ধরে যেতে পারে। কোনও কারণে মরদেহ রেখে দিতে হলে তা সংরক্ষিত করে রাখা হয়। তবে মহাকাশে শব সংরক্ষণের কোনও ব্যবস্থা থাকে না। আর অভিযান শেষে তাঁর মরদেহ রেখে দেওয়ার মতো অপেক্ষা করার ব্যবস্থাও থাকে না। তো কী করা হয়?

 

এমন পরিস্থিতিতে মরদেহ এয়ারলক করে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। আর মরদেহ মহাকাশের ঠান্ডায় আইস মমি হয়ে যায়।  নাসা যখন অ্যাপোলো মিশনের সময় স্পেস সুটের টেস্ট করছিল তখন এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা যায়, মহাকাশে প্রবল চাপের জন্য মরদেহে বিস্ফোরণও ঘটতে পরে। মহাকাশে যদি কোনও মরদেহ কোনও জিনিস যেমন অ্য়াস্টোরয়েডে ধাক্কা খেয়ে নষ্ট না হয়, তা হলে তা অনন্তকালের জন্য ভেসে বেড়াতে থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top