শেষবার সিদ্ধার্থ-শেহনাজ অনস্ক্রিন জুটিতে। তাদের জুটিকে পছন্দ করছিল গোটা দেশ। থেকে দুনিয়া অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন একসাথে তাদের দেখার জন্য ফ্যানেরা মুখিয়ে থাকতেন সব সময়। সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল এর জুটি সব সময়ই ফ্যান্স দের ফেভারিট। সিডনাজ বলে তারা ফ্যানমহলে খুব অল্প সময়ের মধ্যে সুনাম কুড়িয়েছেন।
কিন্তু আচমকা গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লা হার্টঅ্যাটাকে মারা যান। কিন্তু সিদ্ধর্থ শুক্লা মারা গিয়েছেন বলে আর কখনও তাঁদের জুটিতে দেখা যাবে না এমনটা নয়। শেষবারের মতো মৃত্যুর আগে শুট করা ভিডিও দেখতে পাবেন ফ্যানরা। যাদের আক্ষেপ ছিল সিদ্ধার্থকে দেখতে পেলেন না শেষবারের মতো, তাঁরা অন্তত মৃত্যুর আগে রেকর্ডেড এই জুটির রসায়ন আরও একবার উপভোগ করতে পারবেন।
তবে বেশিরভাগ ফ্য়ানরাই আনন্দের পাশাপাশি অশ্রু ত্যাগ করবেন তা এখনই হলফ করে বলা যায়। তাই সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের শেষ গান “অধুরা” খুব দ্রুত মুক্তি পেতে চলেছে। শেষবার সিডনাজকে একসাথে স্ক্রিনে দেখতে পাবেন। এইখানে গান রিলিজের আগে এই ঘরে নির্মাতারা গানের পোস্টার রিলিজ করে দিয়েছেন। গানের নাম অধুরা। গায়িকা শ্রেয়া ঘোষাল নিজের টুইটার হ্যান্ডেলের শাহনাজের সঙ্গে সিদ্ধার্থের শেষ গানটার ফ্যানদের জন্য শেয়ার করেছেন।
এটি আগে শিরোনাম করা হয়েছিল, ‘হ্যাবিট’। সিদ্ধার্থ মারা যাওয়ার পর, সিদ্ধান্ত বদলে গানটিকে অধুরা শিরোনাম দেওয়া হয়। মৃত্যুর পর নির্মাতারা এ গানের মাধ্যমে সিদ্ধান্ত নেন, ট্রিবিউট দেওয়ার। সেই কারণেই গানের শিরোনাম বদলে দেওয়া হয়। ২১ অক্টোবর অধুরা গানটি রিলিজ হবে। শ্রেয়া সিদ্ধার্থ শুক্লার জন্য তাঁর পোস্টে হৃদয়স্পর্শী একটি ট্রিবিউট নোট লিখেছেন।
শ্রেয়া লিখেছেন, তিনি স্টার ছিলেন এবং সব সময় থাকবেন। কোটি কোটি হৃদয়ের ভালোবাসা সর্বদা প্রজ্বলিত থাকবে। পোস্টারে সিডনাজের কেমিস্ট্রি আরও একবার ফ্যানেদের হৃদয় স্পর্শ করেছে। পোস্টারে সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিল লঞ্চ করতে ঢাকা যাচ্ছেন। গানের ট্যাগলাইনও অত্যন্ত আবেগপ্রবণ। “এক অধুরা গানা, এক অধুরি কাহানি” অর্থাৎ একটি অসম্পূর্ণ গান এবং একটি অসম্পূর্ণ গল্প।
আর ও পড়ুন বিছানায় বয়ফ্রেন্ড অকারণ প্রবল জোরে চিৎকার করলেন, তারপর……
উল্লেখ্য, মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। ২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক খবরে কেঁপে উঠেছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘বিগ বস ১৩’ র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছে গোটা বলিউড। ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।হাসপাতালে আনতে আনতে সিদ্ধার্থকে মৃত বলে জানান চিকিৎসকেরা। ৪০ বছরেই সিদ্ধার্থর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।