১৬ জুন ২০২১: শেষমেশ সব জল্পনা শেষ করে , বৈঠক করলেন বাইডেন-পুতিন।বৈঠকটি করেছেন দেড় ঘণ্টা ধরে। বৈঠকের শেষে পুতিন জানিয়েছেন, বৈঠক ছিল পুরোপুরি গঠনমূলক। সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনায় সম্মত হয়েছে দুই দেশই। বুধবার জেনিভায় এক শতাব্দী প্রাচীন ভিলায় এই প্রথম মুখোমুখি হলেন বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতা–আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন।

জেনিভা হ্রদের ধারে ১৭ শতকের প্রাচীন এক ভিলায় বৈঠকের আয়োজন হয়েছিল। রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে সাংবাদিকদের সামনে পাশাপাশি বসলেনও বাইডেন-পুতিন। ছিলেন আমেরিকার বিদেশসচিব এবং রাশিয়ার বিদেশমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে দুদেশের একাধিক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সাইবার-হানা , রাশিয়ার জেলবন্দি অ্যালেক্সেই নাভালনির মুক্তির বিষয়ের পাশাপাশি মানবাধিকার, ইউক্রেন , বেলারুশ প্রভৃতি প্রসঙ্গ নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছিল।



















