শেষমেষ প্রেসিডেন্সি জেলেই রাত কাটাতে হচ্ছে চার হেভিওয়েট নেতাকে।

শেষমেষ প্রেসিডেন্সি জেলেই রাত কাটাতে হচ্ছে চার হেভিওয়েট নেতাকে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ই মে ২০২১ কলকাতা:- ঘড়ির কাঁটায় রাত ১ টা। ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে প্রেসিডেন্সি জেলের উদ্দেশে রওনা দেয় কেন্দ্রীয় বাহিনী। নারদ মামলায় ৪ হেভিওয়েটের গ্রেফতার ঘিরে দিনভর কার্যত ধুন্ধুমার চলতে থাকে।৪হেভিওয়েট নেতার জামিন নিয়ে চলে নাটকীয় মোড়।

সোমবার রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে মদন মিত্র বলেন ‘আমরা ছাড়া শুভেন্দু আর মুকুল ভাল’। হতাশার সুরে তিনি আরও বলেন ‘আমার স্ত্রী কোভিড আক্রান্ত, সেই অবস্থাতেই আমার বাড়িতে ঢুকে পড়েছিল সিবিআই।

ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছেন চার নেতা। প্রেসিডেন্সি জেলের সামনে হাজির ফিরহাদ হাকিমের স্ত্রী। রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জেলের বাইরে কান্নায় ভেঙে পড়েন বৈশাখী। পৌঁছেছেন অন্য নেতাদের পরিবারও। সব মিলিয়ে কার্যত ধুন্ধুমার প্রেসিডেন্সি জেল চত্ত্বর। নিরাপত্তার জন্য লম্বা ব্যারিকেট করা হয়েছে জেল চত্ত্বর। মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীর ।

সন্ধে বেলা জামিন মঞ্জুর করলেও রাতে ফিরহাদদের জামিনে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। জানানো হয় বুধবার শুনানির আগে পর্যন্ত প্রেসিডেন্সি জেলে রাখা হবে নারদ মামলায় ধৃত চার হেভিওয়েটকে। শুরু হয় জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি। হাজির হয় কলকাতা পুলিসের বিশাল বাহিনী। নিজাম প্যালেসের সামনে উপস্থিত হন ফিরহাদ হাকিমের কন্যাও। শান্ত থাকার আর্জি জানিয়েছে ফিরহাদ কন্যাও।

সিবিআই দফতর থেকে বেরিয়ে হতাশার সুর শোনা গিয়েছে বাকি তিন নেতার গলাতেও। ‘আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব’ বলেই জানান ফিরহাদের। তাঁর জামিন কেন মঞ্জুর হল না তাও প্রশ্ন করেন ফিরহাদ হাকিম।সংবাদ মাধ্যমকে এইসব কথা জানাতে গিয়ে আবেগ প্রবন হয়ে পড়েন ফিরাদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top