রাজ্য – ডিসেম্বরের শেষ লগ্নে এসে অবশেষে শীতের আমেজ টের পাচ্ছেন রাজ্যবাসী। উত্তরবঙ্গে অনেক দিন আগেই পারদ নেমে গিয়েছে সিঙ্গেল ডিজিটে। এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা। কোথাও ১৫ ডিগ্রি, কোথাও আবার ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুদিন উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত থাকলেও, এখন সেই পরিস্থিতির বদল হয়েছে।
সকাল ও রাতের দিকে রাজ্যের সর্বত্রই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় সাময়িক বদল লক্ষ্য করা যাচ্ছে। তবুও শীতের দাপট ক্রমশ বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবার কলকাতাতেও তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা দেখা দিচ্ছে। ফলে বড়দিন কিংবা নতুন বছরের শুরুতে রেকর্ড শীতের সাক্ষী হতে পারে বাংলা—এমন প্রশ্নই উঠছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এখন শীতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঠান্ডার তীব্রতা বেড়েছে। রাতের দিকে এই সব জেলায় তাপমাত্রা নেমে যাচ্ছে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ সিঙ্গেল ডিজিটে নেমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড়দিনের আগেই শহরবাসী শীতের আমেজ অনুভব করছেন। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট। সেখানে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস। প্রথমদিকে আশঙ্কা ছিল, এ বছর বড়দিনে তেমন শীত অনুভূত হবে না। কিন্তু বর্তমান আবহাওয়ার গতিপ্রকৃতি বলছে, বড়দিন ও বর্ষবরণ শীতের আমেজেই কাটাতে চলেছেন বাঙালিরা।




















