শৈশবের মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে খুদেদের সাইকেল ৱ্যালি। রবিবার জলপাইগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে এক অভিনব উপায়ে শিশুদের মধ্যে সাইকেল ব্যাবহারে উৎসাহ তৈরী করতে আয়োজন করা হয় একটি সাইকেল ৱ্যালির।
ভোরের সূর্যোদয়ের পরেই একঝাক খুদে নিজেদের সাইকেল নিয়ে শহর পরিক্রমা করে, শিশুদের উৎসাহ দিতে মাইকে বাজানো হয় থিম সং, সাইকেল কি ঘন্টি বাজনে দে গান। এই প্রসঙ্গে আয়োজক মারওয়াড়ি যুব মঞ্চের সভাপতি আসিস মালাকার জানান, মূলত বাচ্ছাদের বিভিন্ন ইলেকট্রনিক গেজেট এর প্রতি যে আসক্তি অনেক বেড়েছে। তাই বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, শিশু মন কিভাবে বের হয়ে আসবে । তবে সাইকেল চালালে শিশুদের শরীর স্বাস্থ্য মন ও ভালো থাকবে।
আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য
উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে এক অভিনব উপায়ে শিশুদের মধ্যে সাইকেল ব্যাবহারে উৎসাহ তৈরী করতে আয়োজন করা হয় একটি সাইকেল ৱ্যালির। ভোরের সূর্যোদয়ের পরেই একঝাক খুদে নিজেদের সাইকেল নিয়ে শহর পরিক্রমা করে, শিশুদের উৎসাহ দিতে মাইকে বাজানো হয় থিম সং, সাইকেল কি ঘন্টি বাজনে দে গান।
এই প্রসঙ্গে আয়োজক মারওয়াড়ি যুব মঞ্চের সভাপতি আসিস মালাকার জানান, মূলত বাচ্ছাদের বিভিন্ন ইলেকট্রনিক গেজেট এর প্রতি যে আসক্তি অনেক বেড়েছে। তাই বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, শিশু মন কিভাবে বের হয়ে আসবে । তবে সাইকেল চালালে শিশুদের শরীর স্বাস্থ্য মন ও ভালো থাকবে। শৈশবের মোবাইল