নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৪ জানুয়ারি, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নিজের স্ত্রীর চিকিৎসার জন্য ছোটাছুটি করতেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, এ কথা প্রায়ই শোনা যেত। এমনকি সভার মাঝেও তাকে কখনো কখনো দেখা যেত অন্য ভাবে, কারণ স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ। দীর্ঘদিনের অসুস্থতার পর অবশেষে অনুব্রত মণ্ডলের স্ত্রী হার মানলেন।
শুক্রবার সকালে প্রয়াত হলেন বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের স্ত্রী ছবি মন্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শুক্রবার সকাল ৬ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতার মা গত বছর মারা যান। তাঁর মায়ের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন। সেই সময় বেশ কিছুটা সময় তাঁকে তৃণমূলের সমাবেশে দেখা যায়নি। আর এদিন সকালে নতুন করে তার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুব্রত মন্ডল ও তার পরিবারে।
অনুব্রত মন্ডলের স্ত্রী ছবি মণ্ডল দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিন কয়েক আগে অনুব্রত মন্ডলের কয়েকটি রাজনৈতিক কর্মসূচিরও দিন পরিবর্তন করা হয়।