পশ্চিম মেদিনীপুর – শনিবার সকাল হতেই পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—জীবনের অবসান ঘটল চারজনের। খড়গপুর-বালেশ্বর রোডে রানি সরাইয়ের কাছে দিঘাগামী একটি স্করপিও লরি-র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগায়, গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি আনন্দযাত্রা পরিণত হয় মৃত্যু যাত্রায়।
অন্যদিকে, রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ ঝাড়লেন হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের ‘অযোগ্য’ প্রার্থীদের পুনরায় নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদন বারবার করায় বিচারপতি সৌমেন সেন বলেন, “সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না।” এর ফলে এসএসসি দুর্নীতির বিতর্ক আরও একধাপ বেড়েছে।
ইতিমধ্যে, ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের ওপর আবারও প্রকৃতির রুদ্ররূপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার বিভিন্ন জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
ক্রিকেটপ্রেমীদের চোখ আজ টিভি স্ক্রিনে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফেরানোর পর আজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে নামছে ভারতীয় দল। ভেজা আবহাওয়া ব্যাট-বলের লড়াইকে কতটা প্রভাবিত করবে, সেটাই দেখার বিষয়।
