নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৬ মার্চ, পূর্ব বর্ধমান শহরের ডিভিসি এলাকায় একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।দেশের এই পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এরূপ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন ক্লাবের উদ্যোক্তা বলেন, সারা বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত।গোটা দেশ সহ রাজ্যবাসির সেই আতঙ্কে রক্তের চাহিদা মেটাতে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৩০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানান উদ্যোক্তারা। এই সংগ্রিহিতরা সেই রক্ত তুলে দেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।