শোভন নয় এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

শোভন নয় এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ নভেম্বর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করাতা কোনও রাজনৈতিক কারন বশত নয়, বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

বিকাশ ভবনে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তাঁর কলেজে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে সেই সমস্যা যাতে একটা দ্রুত রেজোলিউশন হয় সেই জন্য কলেজে তরফ থেকে ওখানকার শিক্ষকরাও অশিক্ষক সংগঠন সবাই পার্থদা কে একটা আপিল করা হয়েছে। তিনি নিজে ওনাকে একটা চিঠি লিখেছিলাম। সেই সব বিষয়ের দ্রুত নিষ্পত্তি পেতে আজ আলোচনা করা হল।

তিনি আরও বলেন, ” আমি শিক্ষামন্ত্রীর কাছে রাজনৈতিক আলোচনা করার জন্য আসেনি তবে ওনার সঙ্গে আমার অনেক বিষয়ে কথা হয়েছে তার মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক এসেছে। শোভন বাবু যেহুতু বিজেপিতে জয়েন করেছিলেন উনি চেয়ে ছিলেন যে আমি সক্রিয় রাজনীতিতে আসি সেই জন্য আমি বিজেপিতে জয়েন করেছিলাম। কাজেই তাই আমাদের থাকা-না-থাকা বিজেপির কোন তফাৎ হবে বলে মনে হয় না।আমার মনে হয় প্রত্যেক মানুষের মনের মধ্যে কি চলছে আমি আপনি বুঝতে পারবো না কিন্তু রাজনীতি শোভন বাবুর ধমনিতে বইছে। আর কলকাতা কর্পোরেশনটাকে উনি হাতের তালুর মতো চেনে। এই অবস্থায় উনি কলকাতা কর্পোরেশন ইলেকশনের আগে কি মনে হচ্ছে কি ওনার ভাবনা চিন্তা, আগামী দিন ওনাকে দেখতে পাবেন না পাবেন, তা আমি কিছুই বলতে পারবনা। আমার মনে হয় একটু ধৈর্য ধরুন না খুব শিগগিরই বোঝা যাবে। সময় বলে দেবে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top