শোস্যাল ডেমোক্রেটিক পার্টি ইন্ডিয়ার কনভেশন রঘুনাথগঞ্জে। প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে সম্পন্ন হল রঘুনাথগঞ্জ দু’নম্বর ব্লকের সেখালিপুর গ্রামপঞ্চায়েতের কাঁটাখালি উচ্চবিদ্যালয়ে শোস্যালডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কনভেনশন। এ দিনের সভাই উপস্থিত ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব আওয়াদ শরীফ রাজ্য সম্পাদক, হাকিকুল ইসলাম সহ বিধানসভা কমিটির নেতৃত্ব।
এই সভায় পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কাঁটাখালি উচ্চবিদ্যালয়ের কিমিউনিটি হলে কানায় কানায় ভিড় লক্ষ্য করা যায়। মুসলিম দলিত আদিবাসী মানুষদের গোলাম বা দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করার প্রচেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু আমরা এসডিপিআই এর পক্ষ থেকে এই গোলামী বা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব মেনে নেব না।
পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র বিকল্প রাজনৈতিক দল হচ্ছে এসডিপিআই। রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম বলেন ২০১৪ সালের পর থেকে সমস্ত রাজনৈতিক দল লুলি মুখে কুলুপ এটে বসে আছে।এদিকে আমাদের পার্টি কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আসছে । আগামীতেও জনগণের আন্দোলনের সঙ্গে থাকবে। এসডিপিআই উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মোঃ সেলিমের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যর মধ্য দিয়ে এই সভার সমাপ্তি ঘটে।
আরও পড়ুন – পুজোর আগে সেভাবে জমলো না বাম কর্মচারীদের নবান্ন অভিযান
উল্লেখ্য, প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে সম্পন্ন হল রঘুনাথগঞ্জ দু’নম্বর ব্লকের সেখালিপুর গ্রামপঞ্চায়েতের কাঁটাখালি উচ্চবিদ্যালয়ে শোস্যালডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কনভেনশন। এ দিনের সভাই উপস্থিত ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব আওয়াদ শরীফ রাজ্য সম্পাদক, হাকিকুল ইসলাম সহ বিধানসভা কমিটির নেতৃত্ব। এই সভায় পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কাঁটাখালি উচ্চবিদ্যালয়ের কিমিউনিটি হলে কানায় কানায় ভিড় লক্ষ্য করা যায়।
মুসলিম দলিত আদিবাসী মানুষদের গোলাম বা দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করার প্রচেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু আমরা এসডিপিআই এর পক্ষ থেকে এই গোলামী বা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব মেনে নেব না। পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র বিকল্প রাজনৈতিক দল হচ্ছে এসডিপিআই। রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম বলেন ২০১৪ সালের পর থেকে সমস্ত রাজনৈতিক দল লুলি মুখে কুলুপ এটে বসে আছে।এদিকে আমাদের পার্টি কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আসছে ।