বিনোদন – শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিতর্ক যেন সমার্থক শব্দ। শিরোনামে থাকেন টলিউড নায়িকা। বেশিরভাগ ক্ষেত্রে প্রেম ও বিয়ে নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের। তবে এবার মাচা শো করতে গিয়ে হেনস্থার শিকার হলেন নায়িকা। রেগে লাল হয়ে, সেই মুহূর্তেই প্রতিবাদও করেন তিনি। কিছুর তোয়াক্কা না করেই এলোপাথাড়ি চড়-ঘুষি মারেন অভিযুক্ত যুবককে। নেটমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ঠিক কী ঘটেছিল?
জানা যাচ্ছে, ঘটনাটি প্রায় দু’মাস আগের। গত শীতে এক মাচা শো করতে অসমে গিয়েছিলেন নায়িকা। সেখানে হাজির হতেই, উত্তেজিত- উৎসাহিত জনতা তাঁকে ঘিরে ধরে। এমনকী অভিনেত্রীর অভিযোগ, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন এক ব্যক্তি। মেজাজ হারিয়ে, অভিযুক্তকে চড় মারেন তিনি, ঘুষিও মারতে গিয়েছিলেন। এরপর তাঁকে সামলে নিয়ে মঞ্চে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, “ব্যবস্থাপনা একেবারেই ভাল ছিল না। রাতও হয়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষী থাকলেও তা পর্যাপ্ত ছিল না। হঠাৎই ভিড় থেকে একটা হাত এগিয়ে আসে আমার দিকে। অশ্লীল ভাবে ছোঁয়ার চেষ্টা করে। আমার দু’হাত বুকের কাছে ছিল। নয়তো ওর উদ্দেশ্য ঠিক কী তা আশা করি সকলেই বুঝতে পারছে। সে সময় আর কিছু মাথায় ছিল না। হাতটা ধরে পাল্টা চড়-ঘুষি মেরে দিই। কী করব বলুন! তারকা তো পরে, আগে তো আমি একজন মেয়ে।”টলি নায়িকা আরও বলেন, “আমাকে পাঁচটা মানুষ চেনেন, আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে, তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয়। ওই কারণেই প্রতিবাদটা দরকার। অসভ্যতা করতে এলে পাল্টা মারো, যেমনটা আমি করেছি।”
প্রসঙ্গত, টেলি থেকে টলি তারকাদের মাচা অনুষ্ঠান মফস্সল হোক কিংবা শহরতলিতে খুবই জনপ্রিয়। তারকাদের কাজ নাচ-গান-সংলাপে উপস্থিত দর্শক- জনতার মনোরঞ্জন করা। বর্তমানে মাচা করলেও, তা স্বীকার করতে চান না, বহু তারকা। অনেক সময়ই অনুষ্ঠানে গিয়ে বিপত্তিতে পড়তে হয় বহু তারকাদের। এবার শ্রাবন্তীর সঙ্গেও ঘটল এই ঘটনা। ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
