সম্পত্তি পুত্রবধূর নামে লিখে না দেওয়ায় শ্বশুর ও শাশুড়ি কে মারধরের অভিযোগ উঠল পুত্রবধূ ও তার বাপের বাড়ির লোকের বিরুদ্ধে। মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আহত শ্বশুর সন্তোষ সরকার ও শাশুড়ি সান্তনা সরকার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে বছর পাঁচেক আগে মালদার সাহাপুরের বাসিন্দা সোনালী চৌধুরীর সাথে সন্তোষ সরকারের ছেলে যীশু সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোনালী সন্তোষ বাবুকে চাপ দিতে থাকে তার সমস্ত সম্পত্তি সোনালীর নামে লিখে দেওয়ার জন্য। তা দিতে অস্বীকার করায় প্রায় চলতে থাকে উভয়ের মধ্যে বচসা। অভিযোগ বৃহস্পতিবার সোনালী ও তার বাপের বাড়ির লোকেরা দলবল নিয়ে সন্তোষবাবুর ওপরে চড়াও হয় তাকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তার স্ত্রী সান্তনা দেবী। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।