প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে প্রথমে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মন্ত্রী। পরিবারের লোকেরা জানিয়েছেন সিওপিডির সমস্যা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই তাঁর শ্বাসনালীতেও সমস্যা রয়েছে।
৭৫ বছর বয়সী এই রাজনীতিকের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। যার জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে গিয়ে চেকআপ করাতে হয়। সেটা করাতে গিয়েই হৃদযন্ত্রেস সমস্যা বাড়ছে বলে দেখা যায়। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই রবিবার বিকেলে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে ICU স্থানান্তরিত করেন। তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যাও রয়েছে বলেও জানা গিয়েছে।
আর ও পড়ুন রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ?
তবে মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। কয়েকদিন আগেই রাজ্যের আরেক মন্ত্রী সাধন পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক মন্ত্রী। রাজ্যে করোনা সংক্রমণ এখনআগের মত অবস্থায় না থাকলেও ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। নাইট কার্ফুও কড়া করা হয়েছে। মাস্ক পরা নিয়ে নজরদারি চালানো হচ্ছে।
উল্লেখ্য, প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে প্রথমে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।