শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ জুন, ২০২১ :শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি গায়ক কবীর সুমন। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয় তাঁকে রবিবার রাতে। সূত্রের খবর, তিনি যখন হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার জ্বর ছিল। সঙ্গে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছে।রিপোর্ট নেগেটিভ এসেছে। সঙ্গীতশিল্পীকে দেখতে সোমবার এস এস কে এম -এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতাল সূত্রে খবর, কবীর সুমনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা করার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যাথা অনুভব করছিলেন। এরইমধ্যে রবিবার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় । এরপরই তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। ভর্তি করে নেওয়া হয় উডবার্নে।ভর্তির সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৯০।তাঁর চিকিৎসা করছেন এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top