Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
শ্মশানের স্টল দুর্নীতি কান্ডে ধৃত অধিকারী ঘনিষ্ট রামচন্দ্র পন্ডা জামিন খারিজ

শ্মশানের স্টল দুর্নীতি কান্ডে ধৃত অধিকারী ঘনিষ্ট রামচন্দ্র পন্ডা জামিন খারিজ

শ্মশানের স্টল দুর্নীতি কান্ডে ধৃত অধিকারী ঘনিষ্ট রামচন্দ্র পন্ডা জামিন খারিজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শ্মশানের স্টল দুর্নীতি কান্ডে ধৃত অধিকারী ঘনিষ্ট রামচন্দ্র পন্ডা জামিন খারিজ। কাঁথি রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতির মামলায় গ্রেফতার সংখ্যা বেড়ে হল ৫ জন। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ । ধৃত কাঁথি থানার আঠিলাগড়ি বাসিন্দা রামচন্দ্র পণ্ডা। শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন! গ্রেফতার রামচন্দ্র পণ্ডা পেশার ঠিকাদার ছিলেন! তিনি আবার কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদকও।

 

শনিবার সকালে কাঁথি আদালতে হাজির হন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। আইনজীবীর সঙ্গে কথা বলেন, মামলা সংক্রান্ত সব রকমের খোঁজখবর নেন! সৌমেন্দু অধিকারী সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সৌমেন্দু অধিকারীর অর্থাৎ অধিকারী পরিবারের ঘনিষ্ঠ রামচন্দ্র পন্ডা। গত ২০১৯ সালের ইংল্যাণ্ডে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে ছিলেন তিনি ।সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারীর, বর্তমান কাউন্সিলর আলেম আলি খাঁন, প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার সহ অন্যান্যরা। অভিযোগ অধিকারী পরিবারের ঘনিষ্ঠ থাকার কারণে একাধিক ঠিকাদারী কাজ পেয়েছিলেন এই রামচন্দ্র পন্ডা।

 

সূত্রের খবর, কাঁথি পুরসভা পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর থাকাকালীন কাঁথি শহরের রাঙ্গামাটি শ্মশানের স্টল নির্মাণ করা হয়। স্টল নির্মাণের ক্ষেত্রে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে! গত ২৯ শে জুন কাঁথি বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন! স্টল নির্মাণের দুর্নীতির অভিযোগ উঠে তৎকালীন পুরপ্রধান শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে! পুলিশ তদন্তে নেমে কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও তাঁর ম্যানেজার অলোক সাউ এবং পুরসভার প্রাক্তন কর্মী গোপাল সিংকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে

এবার গ্রেফতারের সেই তালিকায় উঠে এল রামচন্দ্র পণ্ডার নাম। তাঁর বিরুদ্ধেও এই দুর্নীতিতে যুক্ত থাকার বহু তথ্য ও প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। শুক্রবার সন্ধ্যায় কাঁথি শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

অসমর্থিত সূত্রে জানাগেছে, কাঁথি রাঙামাটি শ্মশানে স্টল নির্মাণের লেনদেনের সঙ্গে যুক্ত ছিল রামচন্দ্র পণ্ডা। একাধিক অবৈধ লেনদেন হদিস পেয়েছে পুলিশ!

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” কাঁথি শহরের রাঙামাটি শ্মশানের স্টল নির্মাণের দুর্নীতির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের কারণে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

 

জেলা তৃণমূলের যুব সভাপতি তথা কাঁথি পুরসভার উপপ্রধান সুপ্রকাশ গিরি বলেন “ তদন্তে সহযোগিতা করুক। অধিকারী পরিবারের একেবারে পরিচারকের মতো এরা। ওরা ধরা পড়ছে, রাঘব বোয়ালরা ছাড়া আছে। হাইকোর্টের রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এরা আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত। আগেও কয়েকজন ধরা পড়েছে ”

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বলেন ” মিথ্যা মামলায় শাসকদল বিজেপি নেতা কর্মীদের ফাঁসাচ্ছে! আইনের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে! সত্যি একদিন প্রকাশ পাবে “

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top