নদীয়া -শ্মশান থেকে ফেরার পথে শববাহী গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালী থানার অন্তর্গত নবদ্বীপ-কৃষ্ণনগর দেপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গাড়ির চালক সহ আরও ৩০ জন শবযাত্রী জখম হয়েছেন।এদের মধ্যে ২৩ জন পুরুষ, পাঁচজন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে ছ’জনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।জানা গেছে, বুধবার বাড়িতে মৃত্যু হয় হাঁসখালির হলদি পাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের (৬৫)। সন্ধ্যা সাতটা নাগাদ তাঁর মৃতদেহ দাহ করার উদ্দেশে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেন পরিবারের লোকজন। শ্মশানে দেহ দাহ করে ভোররাতে ফেরার সময় দে পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় মৃত শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল (৩২) ও তাঁর মামী শ্বাশুড়ি কাজল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা চালক সহ ৩০ জন জখম হন। কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
