নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৩রা সেপ্টেম্বর :শ্যামনগরে তৃণমূল ছাত্রপরিষদের নেতা শুভরঞ্জন সিং-এর বাড়ি ভাঙচুর এবং এই ঘটনায় তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠলো শুভরঞ্জনের পরিবারের তরফে। অভিযোগ বিজেপির দিকে। পাল্টা বিজেপি ছাত্রনেতা আদিত্য সিং-এর দাবী, নিজেরাই ঝামেলা বাঁধিয়ে মিথ্যা মামলায় তাদের ফাঁসাতে চাইছে এবং তাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করছে।জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্র নেতার তরফে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে শুভরঞ্জনের পরিবার আতঙ্কে রয়েছেন৷ গত পরশুদিন শ্যামনগরে একটি দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের জের বলেই মনে করা হচ্ছে।
শ্যামনগরে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর
শ্যামনগরে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বাড়ি ভাঙচুর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram