যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু ।
বিধানসভার অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিত যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব।
রাষ্ট্রপতি নির্বাচন কংগ্রেস – সিপিএম সেটিং অপজিশন ছিল। যশবন্ত সিনহাকে প্রার্থী করতে মমতার পায়ের তলায় পড়েছে।
বিধানসভায় অবৈধ নিয়োগ বিধানসভায় ১১ সালের পরে নিয়োগ হয়েছে। মিটিং মিছিল করে। এদের অধিকাংশ মার্কসিট জাল। আমরা আরটিআই করব। বেসরকারিভাবে তথ্য পেয়েছি। সরকারি ভাবে পায়নি। পেলে বলব। কিছু মানুষের মার্কসিট জাল। কিনে এনে করেছে।
পিএসি নিয়ে আমাদের ৬ জনের মধ্যে করলে হতো। তাহলে সিস্টেম থাকতো। কোর্টে মুচলেকা দেন। আইনের সেল্টার পাব না। তখন উচ্চ আদালতে যাব। বিধানসভার রুল পরম্পরা ভাঙছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্ত কার্যকর করছে। স্পিকারের কথার উত্তর দেব না।
মহুয়া মৈত্র সকাল থেকে বহু জায়গায় এফআইআর হয়েছে। হিন্দু হলে করতেই পারে। বাঙালিরা দুর্গার পরে কালীকে মানি। আমরা অপর ধর্মের প্রতি আঘাত করি না।
গ্যাসের দাম বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, উজালা গ্যাসে আপনি যে টাকা সেস পাচ্ছেন তা সাবসিটি দিন।
কৃষ্ণ কল্যাণীর দুর্নীতি মান্ডেকর দুর্নীতির সীমা পরিসীমা নেই। পঞ্চায়েত প্রধান থেকে তোলামূল নেতা সব যুক্ত। কৃষ্ণ কল্যাণী ৩২ কোটি টাকার চারা কেলেঙ্কারি করেছেন।
আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের
উল্লেখ্য, বিধানসভার অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিত যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব।
রাষ্ট্রপতি নির্বাচন কংগ্রেস – সিপিএম সেটিং অপজিশন ছিল। যশবন্ত সিনহাকে প্রার্থী করতে মমতার পায়ের তলায় পড়েছে।
বিধানসভায় অবৈধ নিয়োগ বিধানসভায় ১১ সালের পরে নিয়োগ হয়েছে। মিটিং মিছিল করে। এদের অধিকাংশ মার্কসিট জাল। আমরা আরটিআই করব। বেসরকারিভাবে তথ্য পেয়েছি। সরকারি ভাবে পায়নি। পেলে বলব। কিছু মানুষের মার্কসিট জাল। কিনে এনে করেছে।
পিএসি নিয়ে আমাদের ৬ জনের মধ্যে করলে হতো। তাহলে সিস্টেম থাকতো। কোর্টে মুচলেকা দেন। আইনের সেল্টার পাব না। তখন উচ্চ আদালতে যাব। বিধানসভার রুল পরম্পরা ভাঙছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্ত কার্যকর করছে। স্পিকারের কথার উত্তর দেব না।