বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু ধন্যবাদ জানালেন মমতা ও অভিষককে, কেন?

বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু ধন্যবাদ জানালেন মমতা ও অভিষককে, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শ্যালিকা

বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু ধন্যবাদ জানালেন মমতা ও অভিষককে, কেন?   কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু রাস্তায় দিন  কাটাচ্ছেন। অবশেষে   দীর্ঘ ১২ বছর পর পেনশনে ছাড়পত্র পেলেন ইরা বসু। বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ইরা বসুর জন্য  অবশেষে চালু হল পেনশন।

 

উত্তর ২৪ পরগনা জেলার  খড়দহে গিয়ে ইরা বসুর হাতে পেনশনের নথি তুলে দিলেন ডিআই। পেনশনের নথি হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  ধন্যবাদ জানালেন ইরা বসু। দীর্ঘ ১২ বছর পর পেনশন চালু হওয়ায় খুশি ইরা বসু।

 

এদিকে, ইরা বসুর ঘটনায় এবার মুখ খুললেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা। ইরা বসুর পেনশনের নমিনি করা হয়েছে সুচেতনা ভট্টাচার্যকে। সেই খবর পেয়েই  সুচেতনা ভট্টাচার্য বলেন, ‘‌ইরা বসুর কোনও সম্পত্তি গ্রহণ করব না আমি। নমিনি হতে কোনওভাবেই রাজি নই।

 

আর ও  পড়ুন    কোন সময়ে সেক্স করা আদৌ ঠিক নয় 

 

ইরা বসুর ব্যবহারে বাবা-মা, আমি অত্যন্ত বিরক্ত। ইরা বসু যেন ভবিষ্যতে কোনও কার্যকলাপে আমাদের নাম অন্তর্ভুক্ত না করেন সেই বিষয়ে নজর রাতে হবে।

 

স্বাভাবিকভাবেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু রাস্তায় দিন  কাটাচ্ছেন এই খবরে কিছুটা হলেও বিব্রত অবস্থায় পড়েছিলেন বুদ্ধবাবু। তবে এই বিষয়ে বুদ্ধ বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন, তার বোনের বাড়ইঘর থাকতেও ইরা স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছে।

 

উল্লেখ্য,কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু রাস্তায় দিন  কাটাচ্ছেন। অবশেষে   দীর্ঘ ১২ বছর পর পেনশনে ছাড়পত্র পেলেন ইরা বসু। বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ইরা বসুর জন্য  অবশেষে চালু হল পেনশন।উত্তর ২৪ পরগনা জেলার  খড়দহে গিয়ে ইরা বসুর হাতে পেনশনের নথি তুলে দিলেন ডিআই। পেনশনের নথি হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  ধন্যবাদ জানালেন ইরা বসু। দীর্ঘ ১২ বছর পর পেনশন চালু হওয়ায় খুশি ইরা বসু।

 

এদিকে, ইরা বসুর ঘটনায় এবার মুখ খুললেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা। ইরা বসুর পেনশনের নমিনি করা হয়েছে সুচেতনা ভট্টাচার্যকে। সেই খবর পেয়েই  সুচেতনা ভট্টাচার্য বলেন, ‘‌ইরা বসুর কোনও সম্পত্তি গ্রহণ করব না আমি। নমিনি হতে কোনওভাবেই রাজি নই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top