ডুয়ার্স – তীব্র গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় বিষধর সাপের উপদ্রব শুরু হয়েছে। শনিবার ডুয়ার্সের মেটিলি ব্লকের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হয়েছিল বিশাল আকৃতির কিং কোবরা। জানা গেছে, জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়িতে বিশাল আকৃতির কিং কোবরা সাপ দেখা যায়। সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। এরপর খবর দেওয়া হয় সর্বপ্রেমী দিবস রায়কে। তিনি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার মধ্যে সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বন কর্মীদের সহযোগিতায় সেই ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপটিকে জঙ্গলের নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে ডুয়ার্সের মালবাজার, বানারহাট, নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় একাধিক বিষাক্ত কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল।
যদিও এইবারের কিং কোবরা উদ্ধারের ঘটনায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।
