আসানসোলে – আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর গ্রামে শ্রাদ্ধানুষ্ঠানের মাঝে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভোজ চলাকালীন কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, যার পরিণতিতে প্রাণ গেল ২৭ বছর বয়সী যুবক অমিত বাউরীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অমিত বাউরীর সঙ্গে প্রতিবেশী পরিমল বাউরি, বিমল বাউরি ও কমল বাউরির মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় অমিতকে বেধড়ক মারধর করা হয়।
অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অমিতের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে রানিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
