হুগলি – আসন্ন তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ণার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক আগাম পদক্ষেপ। জেলা প্রশাসনের একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়েছে, যাতে পূর্ণার্থীরা এবার হয়রানি ছাড়াই মেলায় অংশ নিতে পারেন।
প্রশাসনের মূল লক্ষ্য পূর্ণার্থীদের নিরাপত্তা। গঙ্গার ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত অঞ্চল নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকবে। খারাপ রাস্তা মেরামত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা, খাওয়া, বিশ্রামের সুব্যবস্থা এবং পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি—সবই থাকছে।
পাশাপাশি, প্রযুক্তির ব্যবহারে সুবিধা আরও বাড়াতে চালু হয়েছে ‘তারকেশ্বর শ্রাবণী মেলা’ নামক সরকারি ওয়েবসাইট। যে কেউ নিজের মোবাইল ফোনেই এই ওয়েবসাইটে প্রবেশ করে সকল পরিষেবা এবং তথ্য খুব সহজেই জানতে পারবেন।
ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানানো হয়েছে—কোন রাস্তায় ঘাটে পৌঁছাতে হবে, কোথা থেকে জল সংগ্রহ করে কোন পথে মন্দিরে যাওয়া যাবে, কোথায় ভাণ্ডারা, খাবার জল, বাথরুম, অ্যাম্বুলেন্স, পুলিশ ক্যাম্প, অগ্নিনির্বাপণ কেন্দ্র, চিকিৎসা শিবির ইত্যাদি রয়েছে। এছাড়াও থাকছে গঙ্গা আরতির সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, জরুরি নম্বর এবং ট্রেন ও বাসের টাইম টেবিল।
বয়স্ক কিংবা যাঁরা আসতে পারবেন না, তাঁদের জন্য ওয়েবসাইটে থাকছে ই-দর্শনের বিশেষ ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণার্থীদের সহযোগিতায় থাকবে স্বেচ্ছাসেবক, পুলিশ এবং জেলা কর্মীরা।
এই উদ্যোগে লক্ষ লক্ষ পূর্ণার্থী স্বাচ্ছন্দ্যে এবং সুশৃঙ্খলভাবে শ্রাবণী মেলায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রশাসনের।
