শ্রাবণী মেলা উপলক্ষে রাতেও চলবে ট্রেন, হাওড়া-তারকেশ্বর শাখায় বাড়তি ব্যবস্থা পূর্ব রেলের

শ্রাবণী মেলা উপলক্ষে রাতেও চলবে ট্রেন, হাওড়া-তারকেশ্বর শাখায় বাড়তি ব্যবস্থা পূর্ব রেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া – শ্রাবণ মাসের সূচনার প্রাক্কালে পূর্ব রেল ঘোষণা করেছে যে, হাওড়া-তারকেশ্বর শাখায় চলবে বিশেষ ট্রেন পরিষেবা। প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বরে বসছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ ভক্ত ভোলেনাথের মাথায় জল ঢালতে আসেন এই তীর্থস্থানে। এই অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতেই পূর্ব রেল বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছর ১০ জুলাই, অর্থাৎ ২৫ আষাঢ় থেকে শুরু হবে শ্রাবণী মেলা। মেলার সময় সবচেয়ে বেশি ভিড় হয় রবিবার ও সোমবার। তাই সেই বিশেষ দিনগুলিতে রাতেও চলবে ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে চার জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত চলবে আরও পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন।

হাওড়া থেকে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে রাত ১২:৩০, ভোর ৪:১৫, দুপুর ১২:৪০ এবং ১:২০ মিনিটে। এই ট্রেনগুলি যথাক্রমে রাত ২:০০, ভোর ৫:৪৫, দুপুর ২:১০ এবং ২:৫০ মিনিটে পৌঁছাবে তারকেশ্বরে। বিপরীতে, তারকেশ্বর থেকে ছাড়বে রাত ২:৩০, সকাল ১০:৫৫, সকাল ১১:৩৫ এবং রাত ৯:১৭ মিনিটে।

শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ইএমইউ স্পেশাল ট্রেনগুলি ছাড়বে সকাল ৬:৫৫, ৯:২০, ১১:০৫, বিকেল ৪:১৫ এবং রাত ৭:৩৫ মিনিটে। বিপরীত দিকে তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ৫:৫৫, ৮:২০, ১০:০৫, দুপুর ২:৪৬ এবং সন্ধ্যা ৬:৩৫ মিনিটে।

প্রতিবছরই এই মেলাকে ঘিরে তারকেশ্বর এবং শেওড়াফুলিতে বিশাল জনসমাগম হয়। শেওড়াফুলি-তারকেশ্বর ১২ নম্বর রুট কার্যত জলযাত্রীদের ভিড়ে স্তব্ধ হয়ে যায়। তাই পূর্ব রেলের এই অতিরিক্ত ট্রেন পরিষেবা ভক্তদের যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে। মেলা নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top