শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরে নজর কেড়েছেন শ্রীময়ী, জানালেন এর তাৎপর্য

শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরে নজর কেড়েছেন শ্রীময়ী, জানালেন এর তাৎপর্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – পবিত্র শ্রাবণ মাস চলছে, ভগবান শিবকে উৎসর্গিত এই মাসে বহু ভক্তই সোমবার উপোস পালন করেন। মহাদেবের মাথায় জল ঢেলে অভিষেক-পুজো করার পরেই খাবার গ্রহণের রীতি রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের তারকারাও এই শ্রাবণের সোমবার পালন করেন। সম্প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ীর হাতে সবুজ কাচের চুড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শ্রাবণ মাস এলেই বিবাহিত মহিলারা সবুজ কাচের চুড়ি পরেন—এমন রীতি অবাঙালিদের মধ্যে প্রচলিত। তবে বর্তমানে অনেক বাঙালি মহিলারাও ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে এই চুড়ি পরছেন। শ্রীময়ী অবশ্য নিয়ম মেনেই সবুজ কাচের চুড়ি পরেছেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘সঠিক কারণ বলতে পারব না, তবে শুনেছি শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ হয়। সবুজ চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয়।’’

কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে সারা বছরই নিয়ম-নিষ্ঠা মেনে নানা পূজা-পার্বণ হয়। লক্ষ্মীপুজো থেকে সত্যনারায়ণ পুজো, মা কালীর পুজো, জগন্নাথ দেবের আরাধনা কিংবা জন্মাষ্টমী—সবই আয়োজন করেন তারা। শ্রীময়ী আধ্যাত্মিক মনোভাবাপন্ন হওয়ায় স্বামীর সঙ্গে পুজোর যাবতীয় আয়োজন ও ভোগের রান্নাতেও অংশ নেন। গত বছর গর্ভাবস্থায়ও একাই কালীপুজোর সমস্ত আয়োজন করেছিলেন তিনি।

বিয়ের আগেও শ্রীময়ী শিবরাত্রি পালন করতেন। গত দেড় বছর ধরে তিনি শ্রাবণের সোমবারের উপোসও করছেন, যদিও চারটি সোমবারের বদলে দুটি সোমবার পালন করেন। খুব কড়া নিয়ম না মেনেও সকালে শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খাবার খান। গত বছর অন্তঃসত্ত্বা থাকার কারণে সব নিয়ম পালন করতে পারেননি, তবে এ বছর নিষ্ঠা ভরে শ্রাবণের সোমবার পালন করছেন অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top