নিজস্ব সংবাদদাতা ১৭ মার্চ ২০২১নদীয়া: রাজনীতির রং নয়, একদম হৃদয়ের রঙে রাঙ্গাইতো হয় নদীয়ার মায়াপুর ইসকন মন্দির। আজ থেকে শুরু হয়ে গেল ইসকনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা।
শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ পরিক্রমা করবেন ইসকনের ভক্তরা। পাঁচদিন ধরে চলবে এই পরিক্রমা। প্রতিদিনই এই পরিক্রমা ইসকন মন্দির থেকে বের হয়ে রাত্রিতে ফিরে আসবে ইসকনে। ইসকন সূত্রে জানা গিয়েছে কোভিড কারণে এবছর ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে একটি মাত্র পরিক্রমা বের হল । গৌর নিতাই বিগ্রহ সঙ্গে নিয়ে প্রায় দেড় হাজার ভক্ত এই পরিক্রমায় অংশ নিয়েছেন। এদিন সকালে ইসকনের মূল মন্দির থেকে এই পরিক্রমা বের হয়। নৌকায় তারণপুর ঘাট পার হয়ে পায়ে হেঁটে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান দর্শনের উদ্যেশ্যে বের হলেন।
আরও পড়ুন…প্রচুর সমর্থক নিয়ে ডিজে চালিয়ে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূল প্রার্থী