বিনোদন – টেলিভিশন থেকে বড়পর্দায় পা রাখা অভিনেত্রী ইধিকা পাল এবার শ্রীদেবীর অনুকরণে ফটোশ্যুট করে নজর কেড়েছেন। আকাশী নীল শাড়ি, ম্যাগি হাতা ব্লাউজ, নীল টিপ, সাদা মুক্তোর গয়না ও খোলা চুলে ভেজা শাড়ির লুক দেখে নেটিজেনদের মনে পড়ে গেছে মিস্টার ইন্ডিয়া ছবির ‘কাটে নেহি কাটতি’ গানের শ্রীদেবীকে। ১৩ আগস্ট কিংবদন্তি বলিউড অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ইধিকা এই সাজে ছবি শেয়ার করেছেন।
ছোটপর্দায় ‘রিমলি’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও ইধিকা জনপ্রিয়তা পান ‘পিলু’ ধারাবাহিকের রঞ্জা চরিত্রে। বড়পর্দায় প্রথম কাজ করেন শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে, এরপর দেবের বিপরীতে খাদান-এ অভিনয় করে টলিউডে বড় ব্রেক পান। সামনে তাঁকে দেখা যাবে প্রজাপতি ২, বহুরূপ সহ একাধিক ছবিতে। ওপার বাংলাতেও সমান জনপ্রিয় ইধিকা বর্তমানে ব্যস্ত নতুন প্রকল্পের শ্যুটিংয়ে।
