শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের নাক ভেঙে মাঝ আকাশে আতঙ্ক!

শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের নাক ভেঙে মাঝ আকাশে আতঙ্ক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর একটি বিমান মাঝআকাশে প্রবল দুর্যোগের কবলে পড়ে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানের নাকভাঙা চেহারা নিয়ে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করা গেলেও মাঝআকাশের সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনও টালমাটাল করে রেখেছে যাত্রীদের মন।সূত্রের খবর, বিমানটি শ্রীনগর বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। সেই শিলাবৃষ্টির আঘাতেই বিমানের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঝড়-বৃষ্টির দাপটে তীব্রভাবে কেঁপে ওঠে পুরো বিমান। প্রায় ২০০ যাত্রী আতঙ্কে চিৎকার করে ওঠেন। কেউ আসন আঁকড়ে বসে থাকেন, কেউবা জপে থাকেন ঈশ্বরের নাম। শিশুদের কেঁদে ওঠার আওয়াজে আরও বাড়ে আতঙ্কের মাত্রা।



বিমানের ভেতরের সেই ভয়াবহ পরিস্থিতির ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘আইঅ্যামসামিউল্লাহ’ নামে এক্স-এর একটি হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কীভাবে বিমানের ভিতরে কেঁপে উঠছে আসন, থরথর করে দুলছে কেবিন। ওই যাত্রী দাবি করেছেন, তিনি নিজেই সেই বিমানে ছিলেন।বুধবার রাতে পোস্ট করা এই ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যেই দেড় লক্ষের বেশি বার দেখা হয়েছে। প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট পড়েছে। ভিডিওটি দেখেই আতঙ্ক ছড়িয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।ঘটনার পর বিমানের পাইলট জানান, তিনি দীর্ঘ ৪১ বছর ধরে বিমান চালাচ্ছেন, কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তিনি কখনও হননি।বিমানের সফল অবতরণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করলেও মাঝ আকাশে যে কয়েক মিনিট, তা বহুজনের কাছে জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হয়ে রয়ে গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top