শ্রীনগরে গ্রেনেড হামলা, মৃত ১, আহত ২০

শ্রীনগরে গ্রেনেড হামলা, মৃত ১, আহত ২০

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শ্রীনগরে

শ্রীনগরে গ্রেনেড হামলা, মৃত ১, আহত ২০ । রবিবারের ভরা  বাজার। লোকজন তখন কেনকাটায় ব্যস্ত।  ছিলেন অসংখ্য পর্যটক। এর মধ্যেই উড়ে এল গ্রেনেড। জখম হলেন অন্তত ২০ জন। মারা গেলেন এক জন। শ্রীনগরের ঘটনা।রবিবার তখন বিকেল ৪টে ২০ মিনিট। হরি সিং হিং স্ট্রিটে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছিলেন। তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালায় সন্ত্রাসবাদীরা। জানালেন এক পুলিশ অফিসার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। যদিও এখনও কেউ ধরা পড়েনি। কোনও গোষ্ঠী দায় নেয়নি।

 

গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছেন ৭১ বছরের এক প্রবীণ। তিনি শ্রীনগরের উপকণ্ঠে থাকেন। আহতদের মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মীও। কয়েক জন গুরুতর আহত। পুলিশ অফিসার রাকেশ বলওয়াল জানালেন, আহতের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।

 

কাশ্মীরের রাজনীতিকরা তীব্র নিন্দা করেছেন ঘটনার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটারে লিখলেন, ‘‌ঘটনার কড়া ভাষায় তীব্র নিন্দা করছি। মৃতের স্বর্গে ঠাঁই হোক। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’‌

 

আর ও পড়ুন    কিভের ভয়ঙ্কর দৃশ্য বাড়িতে এসে ভুলতে পারছে না রিপন

 

গত বছর বারবার কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দা এবং সংখ্যালঘুদের নিশানা করেছে জঙ্গিরা। সেখানে পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা। ভিড় বেড়েছে পর্যটকদের। পুলিশ, প্রশাসন মনে করছে, সেই স্থিতি নষ্ট করতেই এই হামলা চালাল জঙ্গিরা।

 

শ্রীনগরে গ্রেনেড হামলা, মৃত ১, আহত ২০ । রবিবারের ভরা  বাজার। লোকজন তখন কেনকাটায় ব্যস্ত।  ছিলেন অসংখ্য পর্যটক। এর মধ্যেই উড়ে এল গ্রেনেড। জখম হলেন অন্তত ২০ জন। মারা গেলেন এক জন। শ্রীনগরের ঘটনা।রবিবার তখন বিকেল ৪টে ২০ মিনিট। হরি সিং হিং স্ট্রিটে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছিলেন। তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালায় সন্ত্রাসবাদীরা। জানালেন এক পুলিশ অফিসার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। যদিও এখনও কেউ ধরা পড়েনি। কোনও গোষ্ঠী দায় নেয়নি।

 

গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছেন ৭১ বছরের এক প্রবীণ। তিনি শ্রীনগরের উপকণ্ঠে থাকেন। আহতদের মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মীও। কয়েক জন গুরুতর আহত। পুলিশ অফিসার রাকেশ বলওয়াল জানালেন, আহতের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। কাশ্মীরের রাজনীতিকরা তীব্র নিন্দা করেছেন ঘটনার। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটারে লিখলেন, ‘‌ঘটনার কড়া ভাষায় তীব্র নিন্দা করছি। মৃতের স্বর্গে ঠাঁই হোক। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’‌

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top