শ্রীমার পোস্টে সহমত নেটিজেনদের, কী এমন বললেন অভিনেত্রী জানুন

শ্রীমার পোস্টে সহমত নেটিজেনদের, কী এমন বললেন অভিনেত্রী জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
sreema

বিগত কয়েক মাস ধরে পেট্রোলের আকাশছোঁয়া দাম চিন্তায় ফেলেছে সকলকেই। অভিনেত্রী শ্রীমা দিন কয়েক আগে এই সংক্রান্ত একটি পোস্ট করলে তা নজর কাড়ে নেটিজেনদের। আবারও অভিনেত্রীর এক ইনস্টাগ্রাম পোস্ট নজর কেড়েছে সকলের। রীতিমত প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

পেট্রোল এখন লিটার প্রতি ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের মুখের হাসি কেড়েছে এই চড়া দাম। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ- প্রতিবাদ। এমন সময় ইনস্টাগ্রাম এ ভিডিও পোস্ট করেছেন শ্রীমা। মেঘলা দিনে খোলা চুলে শহরের রাস্তায় সাইকেল চালাচ্ছেন অভিনেত্রী। হলুদ রঙের একটি ব্যাগও রয়েছে পিঠে।

শ্রীমা পোস্টের ক্যাপশনে লিখেছেন,’ যখন পেট্রোলের দাম ১০২ টাকা… সাইকেল চালকদের বলতে ইচ্ছে করে, কী মজা আসছে তো?’ অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে সহমত নেটিজেনরাও। কমেন্ট বক্সে অনেকেরই বক্তব্য শ্রীমা একবারে সঠিক কথা বলেছেন। অভিনেত্রী শ্রীমার এক ভক্তের মতে, ‘ সাইকেলই এখন বিএমডাব্লিউ’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top