শ্রীরামপুরে পশু পাখিদের মেলা বসতে চলেছে

শ্রীরামপুরে পশু পাখিদের মেলা বসতে চলেছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শ্রীরামপুরে পশু পাখিদের মেলা বসতে চলেছে।পুরসভা সূত্রে জানা গিয়েছে,আগামী ২৯ শে জানুয়ারি রবিবার শ্রীরামপুরের একুশের শহীদ স্মৃতি উদ্যানে পশু পাখিদের মেলা বসতে চলেছে।সেখানে বিভিন্ন ধরনের বিদেশি কুকুর, বিদেশি পাখি ,রঙিন মাছ মাছেদের খাবার, কুকুরদের খাবার নিয়ে চলবে নানা অনুষ্ঠান।বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরাসাজিয়ে বসবেন হাটে।

 

এ ব্যাপারে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং বলেন, আমাদের এই শহর শ্রীরামপুর বাংলার অতি প্রাচীন একটি শহর। বিভিন্ন ভাষা ভাষীর মানুষ এখানে বাস করেন। প্রচুর পশুপ্রেমী মানুষ আছেন এই শহরে যারা তাদের পোষ্য পশু পাখিদের প্রয়োজনে কলকাতায় যেতে পারেন না সেই সব মানুষদের কথা চিন্তা করে এখানে একটি পশু পাখিদের মেলা বসতে চলেছে ।

 

খুশি শ্রীরামপুরের পশু প্রেমী মানুষরাও তারাও জানিয়েছেন ,এটা হলে তাদের পক্ষে খুবই সুবিধা হবে। আমাদের পর্ষদের প্রয়োজনে যে সমস্ত জিনিস প্রয়োজন তা আমরা সহজেই শ্রীরামপুরের এই হাট থেকে পেয়ে যেতে পারি তাই আমরা তাকিয়ে আছি আগামী ২৯ তারিখের জন্য ।

আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই

প্রসঙ্গত,অতীতে শ্রীরামপুরের নাম ছিল ফ্রেডরিক নগর। সেই ফ্রেডরিক নগরের গঙ্গার ধারে নিশান ঘাটে বসত বিশাল হাট। এই হাটে আসতেন বিভিন্ন ব্যাপারীরা বেচাকেনা চলতো, এর সঙ্গে গঙ্গা দিয়ে জলপথে চলতো বাণিজ্য । এরপর কেটে গেছে কয়েকশো বছর। এই গঙ্গার উপর দিয়ে অনেক জল গড়িয়ে বহে গেছে পরবর্তীকালে ইংরেজ শাসনে ফ্রেডরিক নগরের নাম হয় শ্রীরামপুর।

 

উল্লেখ্য, শ্রীরামপুরে পশু পাখিদের মেলা বসতে চলেছে।পুরসভা সূত্রে জানা গিয়েছে,আগামী ২৯ শে জানুয়ারি রবিবার শ্রীরামপুরের একুশের শহীদ স্মৃতি উদ্যানে পশু পাখিদের মেলা বসতে চলেছে।সেখানে বিভিন্ন ধরনের বিদেশি কুকুর, বিদেশি পাখি ,রঙিন মাছ মাছেদের খাবার, কুকুরদের খাবার নিয়ে চলবে নানা অনুষ্ঠান।বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরাসাজিয়ে বসবেন হাটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top