হুগলি – শ্রীরামপুরে এক বহুতল আবাসন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্কের একটি পাঁচতলা আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৯ বছর বয়সি তরুণী দীপশিখা গোস্বামীর পচাগলা দেহ। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন এবং একাই ওই ফ্ল্যাটে থাকতেন। কয়েক দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় এবং ফ্ল্যাটে দেখা না যাওয়ায় স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধছিল।
শুক্রবার বিকেল থেকে প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেতে শুরু করেন। এরপরই খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। পুলিশ দীপশিখার দিদিকে নিয়ে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানেই শৌচালয় থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে দীপশিখাকে দেখা যাচ্ছিল না। এমনকি মঙ্গলবার ডেঙ্গি পরীক্ষার জন্য পুরসভার স্বাস্থ্যকর্মীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিলেও কোনও সাড়া মেলেনি।
ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। তিনি জানান, দীপশিখা একাই ফ্ল্যাটে থাকতেন। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ প্রকাশ্যে আসবে।
অপ্রত্যাশিত এই ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশীরা। তরুণীর সহকর্মীরাও খবর পেয়ে আবাসনে ছুটে আসেন। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।
