ফেসবুক পোষ্টে এবার কী বললেন শ্রীলেখা ? ফের অনাথ সারমেয়র আশ্রয়দাতার খোঁজ করছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে বড়সড় পোষ্ট এর মাধ্যমে এবার তিনি চাইছেন আগ্রহীরা যাতে এগিয়ে আসেন।
তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা জারি করেছেন শ্রীলেখা। এবার থেকে আর ‘কফি ডেটের বিনিময়ে’ কেউ যেন এগিয়ে না আসেন। যত্ন নিতে পারবেন, ভালবাসতে পারবেন, পরিবারের সদস্যদের মতোই যাতে সারমেয়রা গুরুত্ব পায়, সেই ইচ্ছে যাঁদের রয়েছে তাঁদের এগিয়ে আসার অনুরোধ করেছেন শ্রীলেখা। সারমেয়ের আশ্রয়দাতার খোঁজ করতে গিয়ে বুধবার ওই ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘রাস্তার কুত্তা নয়। সারমেয়টি জাতে গোল্ডেন রিট্রিভার। তাই আমি যেখানে থাকি সে রকম বহুতলের সভ্য সমাজের মানুষদের অসুবিধে হবে না আশা করা যায়’।
আর ও পড়ুন তৃণমূলের আসল খেলা শুরু হবে ২০২৪ সালে, বললেন অভিষেক
সম্প্রতি জুরিখ থেকে কলকাতায় ফিরে এসেছেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’-এর হাত ধরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন শ্রীলেখা।
কিন্তু সেই সময় তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। সারমেয় দত্তক, ডেট, এবং সেই সারমেয়র মৃত্যুতে রেড ভলেন্টিয়ার্স শশাঙ্ক ভাভসারের বিরুদ্ধে তিনি যেভাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাতে বামদলের বহু তরুণ সদস্য অভিনেত্রীর পাশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে সেই ক্ষত শুকোয়নি। এমন এক অভিজ্ঞতা, নতুন করে তাঁকে যেন বহু কিছু শিখিয়ে গেছে। সেই থেকেই নতুন উদ্যোমে আবারও কাজে লেগে পড়েছেন শ্রীলেখা।
উল্লেখ্য,ফের অনাথ সারমেয়র আশ্রয়দাতার খোঁজ করছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে বড়সড় পোষ্ট এর মাধ্যমে এবার তিনি চাইছেন আগ্রহীরা যাতে এগিয়ে আসেন। তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা জারি করেছেন শ্রীলেখা। এবার থেকে আর ‘কফি ডেটের বিনিময়ে’ কেউ যেন এগিয়ে না আসেন। যত্ন নিতে পারবেন, ভালবাসতে পারবেন, পরিবারের সদস্যদের মতোই যাতে সারমেয়রা গুরুত্ব পায়, সেই ইচ্ছে যাঁদের রয়েছে তাঁদের এগিয়ে আসার অনুরোধ করেছেন শ্রীলেখা।
সারমেয়ের আশ্রয়দাতার খোঁজ করতে গিয়ে বুধবার ওই ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘রাস্তার কুত্তা নয়। সারমেয়টি জাতে গোল্ডেন রিট্রিভার। তাই আমি যেখানে থাকি সে রকম বহুতলের সভ্য সমাজের মানুষদের অসুবিধে হবে না আশা করা যায়’।