নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৩ ফেব্রুয়ারি, ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া শুরু হল বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা তিনটি নিগমের কর্মীদের।বেসিক+ ডিএ x ২।৫৭ বেতন দেওয়া দেওয়া শুরু হল রাজ্যের তিনটি বিদ্যুৎ নিগমের কর্মীদের। শনিবার বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি এও জানান রাজ্য সরকারের কর্মচারীদের তুলনায় বিদ্যুৎ দপ্তর এর আওতায় থাকা তিনটি নিগমের কর্মীরা ১০% বেশি ডি এ পান। আর তাতেও কেন্দ্রীয় সরকারের তুলনায় ১৭% ফারাক থেকে যাচ্ছে। পে কমিশন অনুযায়ী বেতন বৃদ্ধির সুবিধে অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন। তবে বেতন বৃদ্ধিতে ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের।
প্রসঙ্গত বিরোধীদের অভিযোগ পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অন্য রাজ্যে তুলনায় অনেকটাই বেশি। এদিন একথা খণ্ডন করে বিদ্যুৎ মন্ত্রী দাবী করেন শুধুমাত্র চেন্নাই সহ দক্ষিণ ভারতের কয়েকটি জায়গার তুলনায় বাংলায় বিদ্যুতের দাম কিছুটা বেশি। যদিও দিল্লি কিংবা মুম্বাই এর তুলনায় কলকাতায় বিদ্যুতের দাম অনেকটাই কম। বাকি সারা ভারতে বিদ্যুতের দামের কাছাকাছি রয়েছে এ রাজ্যে বিদ্যুতের দাম।
তবে নিকট ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ানো হবে না এমনটাই আশা প্রকাশ করেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “চার বছরে বিদ্যুতের দাম বাড়েনি। তা সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ এর মান ভালো। বিদ্যুতের খরচ অনেক কিছুর ওপর নির্ভর করে। কিন্তু আমরা খরচ না বাড়িয়ে বিদ্যুৎ দপ্তরের আয় বাড়াতে চাই। একই সঙ্গে ভালো পরিষেবা দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ দপ্তর এর আয় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে”।
বিদ্যুৎ মন্ত্রী এদিন দাবি করেন পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা থেকে শুরু করে সুন্দরবনের দ্বীপ অঞ্চলগুলিতে তৃণমূল জামানায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আর এই কাজের জন্য তিনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান। বিদ্যুৎ মন্ত্রী বলেন যেসব জায়গায় সাধারণ মানুষের পৌঁছনোর সেইসব জায়গাতেও সরকার বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বহু জায়গায় তাপ বিদ্যুৎ পৌঁছলেও সৌর বিদ্যুতের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। তবে সেই সব জায়গাতে চিরাচরিত শক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।