নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৪ নভেম্বর,২০২০:
আজ কলকাতা প্রেসক্লাবে রিপোর্টার এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এবং বাংলা এক নজর সংবাদ পত্রের সহায়তায় ২০২০ সালের “ভারত গৌরব অনন্য সম্মান ২০২০ ” সম্মান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান এই বছর ষষ্ঠতম বর্ষে পা দিল।

বিশেষ অথিতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ এডিটর এবং চিত্র পরিচালক সন্তু সিনহা মহাশয়, ক্রাইম ব্রাঞ্চের সম্পাদক বিপ্লব চৌধুরী, এম পি বিড়লা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার সিং, বিশিষ্ট সাহিত্যিক ও কবি বিপ্লব রায়, জ্যোতিষ ও মনবিদ বিশেষজ্ঞ ড. অনামিকা আচারিয়া ও ক্রীড়া সংগঠক শিবু দে।

এই অনুষ্ঠানে মরণোত্তর ভারত গৌরব সন্মান দেওয়া হয়েছে স্বর্গীয়া অর্চনা বর্মনকে। পশু প্রেমিকা ও সমাজ সেবীর জন্য এই পুরস্কার জ্ঞাপন করা হয়েছে এবং নিউজ এডিটর ও চিত্র পরিচালক হিসেবে সন্তু সিনহা মহাশয়কে তাঁর অসামান্য কর্মের জন্য এই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে । পাশাপাশি, এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়েছে আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিদের। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেছেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন।