ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধার মৃত্যু। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধার। এর আগেও ওই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছিল যমুনা মন্ডল নামে আরেক বৃদ্ধার। এবং বেশ কয়েকজন আহতও হয়েছে বলে স্হানীয় বাসিন্দাদের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে ইসলামপুর পৌরসভার নেতাজী পল্লী এলাকার বাসিন্দা তুনদিলা দাস নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আচমকা ওই ষাঁড়টি সেই বৃদ্ধাকে গুঁতো মারে বলে অভিযোগ। এই ঘটনায় ওই মহিলা গুরুতর জখম হয়। জখম অবস্থায় ওই বৃদ্ধাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে চিকিৎসা চলাকালীন ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে। স্হানীয় বাসিন্দাদের অভিযোগ একাধিক বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনার পুনরাবৃত্তি হতেই স্হানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই ষাঁড়টিকে ওই এলাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি তুলেছেন। শুধু ওই এলাকাতেই ষাঁড়ের দাপট তা নয় ইসলামপুর শহরের অলি গলিতে দেখা যায় বহু ষাঁড়। এমনকি জাতীয় সড়কের উপরে কখনো বসে বা কখনো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং !
এর ফলে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষদের। তবে কবে মিলবে ষাঁড়ের থেকে রেহাই জবাব চাইছে ইসলামপুর। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল কে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ঘটনাটি শুনেছেন। এবং ওই ষাঁড়টি কোথায় থেকে এসেছে বিষয়টি কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন। এই ষাঁড়টিকে ওই এলাকা থেকে কিভাবে সরানো যায় সেই ব্যবস্থা করবেন। অন্যদিকে শহরের যেসব ষাঁড় রয়েছে কাউন্সিলার ও পশু চিকিৎসালয়ের সাথে কথা বলে কিভাবে সমাধান করা যায় বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।। ষাঁড়ের গুঁতোয়