ষাঁড়ের পিঠে জোর করে চড়ে বসে পড়লেন তরুণ, অদ্ভুত আচরণে হতবাক জনতা!

ষাঁড়ের পিঠে জোর করে চড়ে বসে পড়লেন তরুণ, অদ্ভুত আচরণে হতবাক জনতা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – বিশাল আকৃতির একটি ষাঁড়, তীক্ষ্ণ শিং – এক ধাক্কাতেই হতে পারত বড় দুর্ঘটনা। তবুও সাহস দেখিয়ে ওই ষাঁড়ের পিঠে চড়ে বসলেন এক তরুণ! অবাক করা এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার ছত্রসাল চকে, শনিবার সকালে। পথচলতি মানুষজন প্রথমে বিষয়টি দেখে হতবাক হয়ে যান। এরপর মোবাইলে সেই দৃশ্য ভিডিও করেন অনেকেই। ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তরুণটি ষাঁড়ের পিঠে বসে তার কুঁজ ধরে রেখেছেন এবং কাউকে উদ্দেশ্য করে বার বার হাতজোড় করে প্রণাম করছেন। দেখে মনে হচ্ছে তিনি কোনও গভীর আবেগে আবিষ্ট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকের মানসিক অবস্থা সম্ভবত স্থিতিশীল নয়। জানা যায়, তিনি প্রথমে জোর করেই ষাঁড়টির পিঠে বসে পড়েন। রাগে ফেটে পড়ে ষাঁড়টি, ছুড়ে ফেলতে চায় তাঁকে, কিন্তু তরুণ ধৈর্যের সঙ্গে প্রাণীটিকে শান্ত করেন। আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ পর ষাঁড়টি শান্ত হয়ে যায় এবং তরুণকে আর ছুড়ে ফেলতে চায় না।

এই পুরো ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় তরুণকে বোঝানোর চেষ্টা করেন, যাতে তিনি নিচে নেমে আসেন। এমনকি এলাকার প্রাক্তন কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু কেউই সফল হতে পারেননি। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই নাটকীয় দৃশ্য। শেষপর্যন্ত, পুলিশ এসে হস্তক্ষেপ করে। দীর্ঘ বোঝাবুঝির পর ওই তরুণকে নিরাপদে ষাঁড়ের পিঠ থেকে নামানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ একে “অলৌকিক সংযোগ” বলে মন্তব্য করছেন, আবার কেউ এটিকে শুধুই “মানসিক ভারসাম্য হারানো এক যুবকের বিপজ্জনক কাণ্ড” বলে মনে করছেন। তবে যা-ই হোক, এমন অদ্ভুত ঘটনায় জনসাধারণের কৌতূহল ও আলোচনার শেষ নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top