২৫ মার্চ, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার রাত ৮টায় শুরু হয় সেই ভাষণ৷ তার একেবারে শেষের দিকে দেশবাসীর কাছে এমন একটি আবেদন করেন তিনি, যা নিয়ে জল্পনা ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে৷এদিন প্রায় আধঘণ্টা ধরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ ভাষণ দেওয়ার শেষ পর্বে তিনি বলেন, ‘‘গুজবে কান দেবেন না৷ অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন৷’’
কেন তিনি এই মন্তব্য করলেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷ কারণ, গত কয়েকদিন ধরে করোনা ভাইরাস নিয়ে নানা গুজব ছড়িয়েছে৷ তা নিয়ে অনেকে অনেকরকম মন্তব্য করেছেন৷ তাঁর মন্ত্রিসভার এক সদস্যও রোদে দাঁড়িয়ে থাকার নিদান দেন৷তবে সবচেয়ে হইচই হয়েছে গোমূত্র পান নিয়ে৷ বিভিন্ন জায়গায় গোমূত্র পার্টির আয়োজন করা হয়৷ বেশ কিছু জায়গায় প্রকাশ্যে গোমূত্র পানও করানো হয়৷ এ নিয়ে বিতর্ক ছড়ায়৷ পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে৷এই ঘটনায় বিজেপির সমালোচনাই বেশি হয়েছে৷ কারণ, বিজেপির অনেক নেতা সরাসরি না হলেও ঠারেঠোরে এই ঘটনাকে সমর্থন করেছেন৷ কিন্তু মোদীর বক্তব্য কার্যত সবাইকে জবাব দিল৷ সংকটের এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের উপর আস্থা রাখতেই বললেন প্রধানমন্ত্রীও৷