সংক্রমিত মানুষের সংখ্যা আটকাতে কর্মক্ষেত্রে নতুন নির্দেশিকা

সংক্রমিত মানুষের সংখ্যা আটকাতে কর্মক্ষেত্রে নতুন নির্দেশিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৪অক্টোবর,২০২০: মানুষের জীবনের বেশির ভাগ সময়টাই কাটে কর্মক্ষেত্রে। গবেষণায় দেখা যাচ্ছে বেশির ভাগ সংক্রমণ ঘটছে অফিসের “সিগারেট ব্রেক” বা “অফিস পরিবেশে”। এইপরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে সংক্রমণ আটকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রক। কাজের জায়গায় দুইজন ব্যক্তির বসার মাঝখানে কিছু দিয়ে প্রলেপের ব্যাবস্থা, একে অপরের পেন,কম্পিউটার ,ফোন শেয়ার না করা এসব দিক সবাইকে মাথায় রাখতে হবে। বেশিরভাগ অফিসেই সিগারেট ব্রেকে দূরত্ব মানা হয়না আর সেখানেই বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হন। ভিড় এড়াতে একাধিক দরজা দিয়ে প্রবেশ করাতে হবে। কর্ম ক্ষেত্রে সংক্রমণ আটকাতে নিয়ম পালন না করলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ্ মেডিক্যাল রিসার্চের এক গবেষকের কথায়,” সংক্রমন এখন ও কমেনি এই পরিস্থিতিতে কর্মক্ষেত্র ঠিকমত নির্দেশ পালন না করলে কতজন আক্রান্ত হতে পারেন সে কথা আন্দাজ করা যায়না” তাই গোটা বিশ্বে কর্মক্ষেত্রে সংক্রমণ এখন গুরত্বপূর্ন চিন্তার বিষয়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top