রাম-সীতা সংক্রান্ত গল্পের বই পড়ে জেলে সময় কাটছে আরিয়নের । মা গৌরীর জন্মদিন, পরপর নবরাত্রি, দশেরা, একটা একটা করে বছরের বিশেষ দিন জেলের মধ্যে বসে কাটিয়ে দিচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। নিজেদের বাড়ি ‘মন্নত’-এর চিরকালীন অভ্যাসের বাইরে এই প্রথম এমন দুর্দিনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন শাহরুখ পুত্র।
জেলের ভিতরে দেখতে দেখতে কেটে গেল দিন কুড়ি। আর্থার রোড জেলের বিশেষ ব্যারাকে তাঁর পরিচয় কয়েদি নম্বর ৯৫৬। কিন্তু কীভাবে দিন কাটাচ্ছেন আরিয়ান! এনসিবি-র সুত্রে খবর, আর পাঁচজন কয়েদিদের মতোই দিন যাপন করছেন আরিয়ান। জেল হাজতের কয়েকদিনের মাথায় কয়েকটি বিজ্ঞানের বই পড়তে চেয়েছিলেন তিনি। তাঁর দাবি মেনে ওই বইগুলো আনানো হয়েছিল। জেলের অভ্যন্তরে কারও সঙ্গে কথা বলছেন না আরিয়ান।
তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের সময় সমীর ওয়াংখেড়ের সঙ্গে শুধুমাত্র কথোপকথন হয়েছে তাঁর। একবার ভিডিও কলে শাহরুখ, গৌরীর সঙ্গে কথা বলেছেন, আর একবার শাহরুখ এসে তাঁর সঙ্গে দেখা গিয়েছেন। বাকি সময়টুকু বই নিয়েই কাটাচ্ছেন আরিয়ান।
আর ও পড়ুন উত্তরাখণ্ডে তুষারধসে ৬ বাঙালির মৃত্যু ঘটেছে
এনসিবি-র সুত্রে খবর, জেলের কয়েদিদের সাধারণত অনুপ্রেরণামূলক বা ধর্মীয় বই পড়ার অনুমতি মেলে। জেলের গ্রন্থাগারেই থাকে সেসব বই। আত্মীয়দের থেকেও আনিয়ে নিতে পারেন তারা। আরিয়ান এই মুহূর্তে জেলের গ্রন্থাগার থেকে দু’টি বই ধার নিয়েছেন আরিয়ান— ‘গোল্ডেন লায়ন’ নামের একটি উপন্যাস এবং রাম-সীতা সংক্রান্ত গল্পের একটি বই। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হতাশায় ভুগছেন আরিয়ান।
উল্লেখ্য, মা গৌরীর জন্মদিন, পরপর নবরাত্রি, দশেরা, একটা একটা করে বছরের বিশেষ দিন জেলের মধ্যে বসে কাটিয়ে দিচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। নিজেদের বাড়ি ‘মন্নত’-এর চিরকালীন অভ্যাসের বাইরে এই প্রথম এমন দুর্দিনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন শাহরুখ পুত্র। জেলের ভিতরে দেখতে দেখতে কেটে গেল দিন কুড়ি। আর্থার রোড জেলের বিশেষ ব্যারাকে তাঁর পরিচয় কয়েদি নম্বর ৯৫৬। কিন্তু কীভাবে দিন কাটাচ্ছেন আরিয়ান! এনসিবি-র সুত্রে খবর, আর পাঁচজন কয়েদিদের মতোই দিন যাপন করছেন আরিয়ান। জেল হাজতের কয়েকদিনের মাথায় কয়েকটি বিজ্ঞানের বই পড়তে চেয়েছিলেন তিনি। তাঁর দাবি মেনে ওই বইগুলো আনানো হয়েছিল। জেলের অভ্যন্তরে কারও সঙ্গে কথা বলছেন না আরিয়ান।