উত্তরবঙ্গে বাড়ানো হলো ট্রেনের সংখ্যা । মাঝেমধ্যেই স্তব্ধ হয়ে গিয়েছে জীবন। কারণ অবশ্যই কোভিড। তার জেরে লকডাউনে থমকে গিয়েছে ব্যবসা থেকে ঘোরাফেরা, সবই। তবু মাঝে যখনই সব স্বাভাবিক হয়েছে, মানুষ ছুটেছে পাহাড়ের দিকে। এবার সেই পাহাড়মুখী পর্যটকদের কথা ভেবেই এগিয়ে এল ইস্টার্ন রেলওয়ে। উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। টুইটারে ঘোষণা করল খোদ রেল।
কী কী ট্রেন চালু করা হচ্ছে? জানা গিয়েছে, ০২৩০৭ হাওড়া–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, ০২৩০৮ নিউ জলপাইগুড়ি–হাওড়া স্পেশ্যাল, ০৩৭৫৫১ শিয়ালদহ–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি–শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এই ট্রেন চলাচল। নতুন বছরে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে এসব ট্রেন। হাওড়া এবং শিয়ালদা থেকে রওনা দেবে ট্রেন। তাই দেরি না করে কেটে ফেলুন টিকিট।
এই শীতে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গে পর্যটকের ঢল নেমেছে। ট্রেন, বিমানের টিকিট পাচ্ছে না বহু মানুষ। ইচ্ছা থাকলেও অনেকে তাই ঘুরতে যেতে পারছেন না। আবার ট্রেনে খুব বেশি ভিড়ের কারণে কোভিড বিধিও ভঙ্গ হচ্ছে। এসব ভেবেই স্পেশাল ট্রেন চালু করল ইস্টার্ন রেলওয়ে।
আর ও পড়ুন শীতের রাতে খাবারের পাতে রাখুন নারকেল দিয়ে হাঁসের মাংস
উল্লেখ্য, উত্তরবঙ্গে বাড়ানো হলো ট্রেনের সংখ্যা । মাঝেমধ্যেই স্তব্ধ হয়ে গিয়েছে জীবন। কারণ অবশ্যই কোভিড। তার জেরে লকডাউনে থমকে গিয়েছে ব্যবসা থেকে ঘোরাফেরা, সবই। তবু মাঝে যখনই সব স্বাভাবিক হয়েছে, মানুষ ছুটেছে পাহাড়ের দিকে। এবার সেই পাহাড়মুখী পর্যটকদের কথা ভেবেই এগিয়ে এল ইস্টার্ন রেলওয়ে। উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। টুইটারে ঘোষণা করল খোদ রেল।
কী কী ট্রেন চালু করা হচ্ছে? জানা গিয়েছে, ০২৩০৭ হাওড়া–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, ০২৩০৮ নিউ জলপাইগুড়ি–হাওড়া স্পেশ্যাল, ০৩৭৫৫১ শিয়ালদহ–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি–শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এই ট্রেন চলাচল। নতুন বছরে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে এসব ট্রেন। হাওড়া এবং শিয়ালদা থেকে রওনা দেবে ট্রেন। তাই দেরি না করে কেটে ফেলুন টিকিট।