জলপাইগুড়ি – সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, দেশে সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং এই নৈরাজ্য থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব বিচারব্যবস্থার হাতেই রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। উপস্থিত বিচারপতিদের উদ্দেশে হাত জোড় করে মুখ্যমন্ত্রীর আবেদন, আপনারাই পারেন দেশকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে।
কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন মঞ্চে এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। তাঁর সামনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। তিনি জানান, রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট, ৭টি পকসো কোর্ট, ৪টি লেবার কোর্ট এবং ১৯টি হিউম্যান রাইটস কোর্ট তৈরি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জন্য জমিও দেওয়া হয়েছে এবং নতুন করে একাধিক জজেস কোর্ট ও সাব-ডিভিশনাল কোর্ট তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য এত কাজ করার পরও ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যের বার্তা নিয়েই এগোতে হবে। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য ঐতিহাসিক দিন এবং এটি একটি বড় মাইলস্টোন বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল জানান, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উত্তরবঙ্গের সব জেলার মামলা শোনার বিষয়ে একটি প্রস্তাব জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।




















