নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২২ ডিসেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল বিজেপির। রাজ্য বিজেপির কোন বড়ো মুখ ছাড়াই রবিবার হেভিওয়েট রাজ্যের এই বিধানসভা কেন্দ্রে মিছিল করল রাজ্য বিজেপি।
এদিন ইন্ডিয়ান মিউজিয়াম থেকে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা মিছিল শুরু করে। মিছিলটি হাজরায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থন করতে রাজ্যের মানুষকে আহ্বয়ান জানান বিজেপি কর্মীরা। তবে মিছিল প্রসঙ্গে এদিন বিজেপি নেতা রাজু ব্যানার্জি জানান সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সারা কলকাতায় মিছিল করছে বিজেপি। স্থানীয় স্তরে এমন মিছিল প্রতিদিন হবে বলে জানান তিনি।
সোমবার দলের কার্যকারি সভাপতি জেপিনাড্ডা কলকাতায় আসছেন। তিনি কলকাতার রাস্তায় অভিনন্দন মিছিলে হাঁটবেন। তারআগে দক্ষিণ কলকাতার এই মিছিল প্রস্তুুতি পর্ব বলে জানাচ্ছেন দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা। ভবানীপুর বিধানসভায় বিজেপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের কড়া নজড় ছিল। যাতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় কোন অপ্রতিকর ঘটনা না ঘটে। তবে শান্তিপূ্ন ভাবে এদিন ভাবনীপুর কেন্দ্রে বিজেপির সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল শেষ হয়।