সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ধরা সংসদে আয়োজিত হল কর্মী সম্মেলন। মূলত আগামী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে সাঁকরাইল ব্লকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী গড়ে তুলতে এই কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এদিনের এই তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপ মাহাত, জেলা কমিটির সদস্য ভাগবৎ মান্না, আন্ধারী অঞ্চল সভাপতি প্রণব ধাউড়িয়া সহ অন্যান্যরা।
আর ও পড়ুন অশোকনগর পৌর এলাকায় তিনটে গাড়ি ও একটি দোকানে আগুন
এদিন ওই কর্মী সম্মেলনে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই গড়ধরা সংসদ ২০১১ সালের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের ছিল না গত নির্বাচনেও ৩০০ ভোটে হার ছিল তৃণমূল কংগ্রেসের, তবে আজ এই সংসদে মানুষের উপস্থিতি বলে দিচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে তিনি বলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে আরো বেশি করে আমাদের মিশতে হবে। ১ বছর ৭ মাস হলো আমি দায়িত্ব নিয়েছি সাঁকরাইল ব্লকের এখনো পর্যন্ত আমাদের কোনক্রমে কোনো দুর্নীতির সাথে জড়ায়নি কেউ জেলে যায়নি।
আমরা কোন দিনও হিংসার রাজনীতি করিনি। এখনো একবছর বাকি আছে পঞ্চায়েত নির্বাচন তাই এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে যেন সাঁকরাইল ব্লকের প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।তিনি আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প মানুষের সামনে তুলে ধরতে হবে যাতে উন্নয়ন দেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত শক্ত করতে প্রতিটি মানুষ এগিয়ে আসে।